০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যোগীশাসিত উত্তরপ্রদেশে স্কুলের সিলেবাসে এবার ঠাঁই পাবে গরুর অবদান, জানালেন মন্ত্রী

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার
  • / 107

লখনউ, ১৬ ফেব্রুয়ারি:  বিজেপিশাসিত রাজ্যগুলিতে সরকারি উদ্যোগে হিন্দুত্ব ছড়ানোর জন্যে গরু কিংবা গবাদি পশুকে নিয়ে বাড়াবাড়ি নতুন কোনও ঘটনা নয়। সেই তালিকায় ফের নাম তুলল যোগী আদিত্যনাথ পরিচালিত উত্তরপ্রদেশ। সূত্রের খবর, এবার যোগী সরকার গবাদি পশুপালন, গোরক্ষা এবং রাজ্যের অর্থনীতিতে এবং সংস্কৃতিতে গবাদি পশুর অবদান প্রসঙ্গে একটি পরিকল্পনা তৈরি করছে। এই পরিকল্পনামাফিক গরু সম্পর্কে স্কুলস্তরে পঠনপাঠন চালু হবে উত্তরপ্রদেশে। উল্লেখ্য, পরিকল্পনাটি তৈরি করছে রাজ্যের ডেয়ারি ডেভলপমেন্ট।

সূত্রের খবর, উত্তরপ্রদেশ সরকার মথুরার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভেটেরিনারি সায়েন্স ইউনিভার্সিটি এবং ক্যাটেল রিসার্চ ইন্সটিটিউটকে স্কুল পড়ুয়াদের গো-বিষয়ক পঠনপাঠনের জন্যে সিলেবাস তৈরির নির্দেশ দিয়েছে। সিলেবাস তৈরির পরে রাজ্য শিক্ষা দফতর স্কুলের পাঠ্যক্রমে এবিষয়টি  চালু করবে। এব্যাপারে রাজ্যের ডেয়ারি দফতরের মন্ত্রী ধর্মপাল সিং বলেছেন, গরুকে পাঠ্যক্রমের অন্তর্গত করতে এবং গরু নিয়ে গবেষণায় মদত দিতে রাজ্য সরকার উদ্যোগী। কারণ গোড়া থেকে পড়ুয়ারা যদি গরু সম্পর্কে সচেতন থাকে, সেক্ষেত্রে তা লাভজনক হবে। আপাতত, প্রাথমিক স্তরে এসম্পর্কে পঠনপাঠন চালু হবে।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

মন্ত্রী ধর্মপাল সিং আরও জানিয়েছেন, স্কুল পড়ুয়াদের গরুর মর্ম উপলব্ধি করানো ছাড়াও দেশি গরুর গোবর এবং গোমূত্র নিয়ে গবেষণার কাজে আমরা গুরুত্ব আরোপ করছি। যাতে নবীন প্রজন্মকে এসম্পর্কে সচেতন করা যায়। রাজ্য সরকার আয়ুর্বেদ সম্পর্কিত গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে লিটারপিছু গো-মূত্র কিনবে ৫ টাকায়।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

যোগী আদিত্যনাথের হাতে উত্তরপ্রদেশের রাজ্যপাট চালানোর দায়িত্ব ন্যস্ত হওয়ার পরে গোরক্ষায় ঘটা করে আসরে নেমে পড়ে রাজ্য সরকার। সূত্রের খবর, রাজ্যজুড়ে ৭ হাজার ৭১৩টি কেন্দ্রে বর্তমানে আশ্রিত ১২ লক্ষ ৪৭ হাজার গরু। এছাড়া রাজ্য সরকার আরও যে ৫৪৩টি গো সংরক্ষণ কেন্দ্র চালু করার উদ্যোগ নিয়েছে, ইতিমধ্যে এধরনের ৩৭২টি কেন্দ্র চালু করা হয়েছে। এইসব কেন্দ্রে আশ্রিত একেকটি গরুপিছু রাজ্য সরকারের তহবিল থেকে ৩০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত খরচ করা হচ্ছে।

আরও পড়ুন: বাংলা ভাগের দাবিদারদের সঙ্গে শমীকের বৈঠক

 

 

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যোগীশাসিত উত্তরপ্রদেশে স্কুলের সিলেবাসে এবার ঠাঁই পাবে গরুর অবদান, জানালেন মন্ত্রী

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার

লখনউ, ১৬ ফেব্রুয়ারি:  বিজেপিশাসিত রাজ্যগুলিতে সরকারি উদ্যোগে হিন্দুত্ব ছড়ানোর জন্যে গরু কিংবা গবাদি পশুকে নিয়ে বাড়াবাড়ি নতুন কোনও ঘটনা নয়। সেই তালিকায় ফের নাম তুলল যোগী আদিত্যনাথ পরিচালিত উত্তরপ্রদেশ। সূত্রের খবর, এবার যোগী সরকার গবাদি পশুপালন, গোরক্ষা এবং রাজ্যের অর্থনীতিতে এবং সংস্কৃতিতে গবাদি পশুর অবদান প্রসঙ্গে একটি পরিকল্পনা তৈরি করছে। এই পরিকল্পনামাফিক গরু সম্পর্কে স্কুলস্তরে পঠনপাঠন চালু হবে উত্তরপ্রদেশে। উল্লেখ্য, পরিকল্পনাটি তৈরি করছে রাজ্যের ডেয়ারি ডেভলপমেন্ট।

সূত্রের খবর, উত্তরপ্রদেশ সরকার মথুরার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভেটেরিনারি সায়েন্স ইউনিভার্সিটি এবং ক্যাটেল রিসার্চ ইন্সটিটিউটকে স্কুল পড়ুয়াদের গো-বিষয়ক পঠনপাঠনের জন্যে সিলেবাস তৈরির নির্দেশ দিয়েছে। সিলেবাস তৈরির পরে রাজ্য শিক্ষা দফতর স্কুলের পাঠ্যক্রমে এবিষয়টি  চালু করবে। এব্যাপারে রাজ্যের ডেয়ারি দফতরের মন্ত্রী ধর্মপাল সিং বলেছেন, গরুকে পাঠ্যক্রমের অন্তর্গত করতে এবং গরু নিয়ে গবেষণায় মদত দিতে রাজ্য সরকার উদ্যোগী। কারণ গোড়া থেকে পড়ুয়ারা যদি গরু সম্পর্কে সচেতন থাকে, সেক্ষেত্রে তা লাভজনক হবে। আপাতত, প্রাথমিক স্তরে এসম্পর্কে পঠনপাঠন চালু হবে।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

মন্ত্রী ধর্মপাল সিং আরও জানিয়েছেন, স্কুল পড়ুয়াদের গরুর মর্ম উপলব্ধি করানো ছাড়াও দেশি গরুর গোবর এবং গোমূত্র নিয়ে গবেষণার কাজে আমরা গুরুত্ব আরোপ করছি। যাতে নবীন প্রজন্মকে এসম্পর্কে সচেতন করা যায়। রাজ্য সরকার আয়ুর্বেদ সম্পর্কিত গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে লিটারপিছু গো-মূত্র কিনবে ৫ টাকায়।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

যোগী আদিত্যনাথের হাতে উত্তরপ্রদেশের রাজ্যপাট চালানোর দায়িত্ব ন্যস্ত হওয়ার পরে গোরক্ষায় ঘটা করে আসরে নেমে পড়ে রাজ্য সরকার। সূত্রের খবর, রাজ্যজুড়ে ৭ হাজার ৭১৩টি কেন্দ্রে বর্তমানে আশ্রিত ১২ লক্ষ ৪৭ হাজার গরু। এছাড়া রাজ্য সরকার আরও যে ৫৪৩টি গো সংরক্ষণ কেন্দ্র চালু করার উদ্যোগ নিয়েছে, ইতিমধ্যে এধরনের ৩৭২টি কেন্দ্র চালু করা হয়েছে। এইসব কেন্দ্রে আশ্রিত একেকটি গরুপিছু রাজ্য সরকারের তহবিল থেকে ৩০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত খরচ করা হচ্ছে।

আরও পড়ুন: বাংলা ভাগের দাবিদারদের সঙ্গে শমীকের বৈঠক