২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চলতি বছরে হজের খরচ রেকর্ড মাত্রা ছাড়াল! দেখে নিন একনজরে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ মে ২০২২, শুক্রবার
  • / 42

আবদুল ওদুদ: চলতি বছরের হজ যাত্রার খরচ ঘোষণা করল কেন্দ্রীয় হজ কমিটি। আর এই হজের খরচ এক ধাক্কায় চার লক্ষ টাকা অতিক্রম করল। এ রাজ্য থেকে হজ করতে যেতে হলে হজযাত্রীদের দিতে হবে ৪ লক্ষ ১৪ হাজার ২০০ টাকা। কুরবানি সহ ৪ লক্ষ ৩০ হাজার। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় হজ কমিটি এক বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে। পশ্চিমবাংলায় হজ যাত্রার খরচ ৪ লক্ষ অতিক্রম করল। যদিও ২০১৯ সালে এই খরচ ৩ লক্ষের কাছাকাছি ছিল।

চলতি বছরে হজের খরচ রেকর্ড মাত্রা ছাড়াল! দেখে নিন একনজরে

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

এবছর আহমদাবাদ, কোচিন, দিল্লি, হায়দরাবাদ, লখনউ, মুম্বইতে হজের খরচ অবশ্য ৪ লক্ষের নীচে। আহমদাবাদের হজযাত্রীদের দিতে হবে ৩ লক্ষ ৭৮ হাজার ১০০ টাকা। মুম্বই-এর হজযাত্রীদের ৩ লক্ষ ৭৬ হাজার টাকার মতো। সব চেয়ে বেশি খরচ অসমের হজযাত্রীদের। অসম থেকে যাঁরা হজ সম্পন্ন করতে যাবেন তাঁদের খরচ ৪ লক্ষ ৩৯ হাজার ৬৮ টাকা। তার পরে রয়েছে জম্মু-কাশ্মীরের তাঁরে খরচ ধরা হয়েছে ৪ লক্ষ ২৩ হাজার। তবে এই সমস্ত খরচ কুরবানির খরচ বাদে ধরা হয়েছে। এর সঙ্গে কুরবানির টাকা যোগ হলে খরচ আরও বাড়বে।

আরও পড়ুন: হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির

প্রত্যেক হজযাত্রীকে কুরবানির জন্য দিতে হবে ১৬ হাজার ৭৪৭ টাকা। পশ্চিমবঙ্গের হজযাত্রীদের ইতিমধ্যেই প্রথমবারে ৮১ হাজার এবং দ্বিতীয়বার ১ লক্ষ  ২০ হাজার টাকা জমা দিয়েছে। বর্তমানে তাঁদের আরও ২ লক্ষ ১৩ হাজার ২০০ টাকা দিতে হবে। এর সঙ্গে কুরবানির টাকা যোগ হলে ২ লক্ষ ২৯ হাজার ৯৪৭ টাকা দিতে হবে। হজযাত্রীরা যদি কলকাতাতেই কুরবানির টাকা জমা দেন। সেক্ষেত্রে টাকা জমা দেওয়ার ব্যাঙ্কের রসিদ অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে।

আরও পড়ুন: হজ শুরু: তাঁবুর শহর মিনায় উপস্থিত আল্লাহর মেহমানরা

উল্লেখ্য, করোনা পরিস্থিতি অতিক্রম করে এবছর সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক রাজ্য থেকে হজযাত্রীর সংখ্যা কমেছে। কিন্তু হজযাত্রার খরচ বিপুল বেড়ে গিয়েছে। গত ২ বছর দেশ থেকে কোনও হজযাত্রী পবিত্র ভূমি মক্কায় যেতে পারেননি। সউদির আশপাশের দেশগুলি থেকে অল্প সংখ্যক নাগরিকদের নিয়ে হজ অনুষ্ঠিত হয়। দু’বছর বাদ হজ শুরু হওয়ায় ব্যাপক খরচের জন্য রাজ্য থেকেও হজের আবেদন অনেকটাই কম জমা পড়ে।

অন্যদিকে, কেন্দ্রীয় হজ কমিটি রাজ্য থেকে হজের উড়ানের সূচি ঘোষণা করেছেন। আগামী ১৭ জুন নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সকাল ১০.০৫ মিনিটে এসভি-৫৫৫১ জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে। জেদ্দাতে পৌঁছানোর সময় স্থানীয় সময় দুপুর ২ টোয়। প্রতিটি বিমানে ৩৭৭ জন হজযাত্রী গন্তব্যস্থলে পৌঁছবেন। রাজ্য থেকে ১৭ জুন বিমান শুরু হলেও সেই বিমান চলবে ৪ জুলাই পর্যন্ত। হজ সম্পন্ন করার পর এই রাজ্যের হাজীদের নিয়ে ফিরতি উড়ান শুরু হবে ২৭ জুলাই থেকে। ২৭ জুলাই মদিনা থেকে ৩৭৭ জন হাজিকে নিয়ে কলকাতায় ফিরে আসার কথা রয়েছে। হজের ফিরতি উড়ান শেষ হবে ১৩ আগস্ট।

এবছর কলকাতা থেকে হজযাত্রীদের বিমান ভাড়া ধরা হয়েছে ১ লক্ষ ৩ হাজার ৯১০ টাকা। এর সঙ্গে কর ও অন্যান্য খরচ ধরা হয়েছে ৬৯৪৩ টাকা। কলকাতা থেকে বিমানভাড়া ধরা হচ্ছে ১ লক্ষ ১০ হাজার ৮৫৩ টাকা। সব চেয়ে বেশি বিমানভাড়া দিতে হচ্ছে অসমের হজযাত্রীদের। তাঁদের বিমান ভাড়া সমস্ত খরচ ধরে ১ লক্ষ ৩৬ হাজার ১৮৫ টাকা। সব চেয়ে কম বিমানভাড়া মুম্বই-এর হজযাত্রীদের। তাঁদের বিমান ভাড়া ধরা হয়েছ ৭২ হাজার ৮০৪ টাকা।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চলতি বছরে হজের খরচ রেকর্ড মাত্রা ছাড়াল! দেখে নিন একনজরে

আপডেট : ২৭ মে ২০২২, শুক্রবার

আবদুল ওদুদ: চলতি বছরের হজ যাত্রার খরচ ঘোষণা করল কেন্দ্রীয় হজ কমিটি। আর এই হজের খরচ এক ধাক্কায় চার লক্ষ টাকা অতিক্রম করল। এ রাজ্য থেকে হজ করতে যেতে হলে হজযাত্রীদের দিতে হবে ৪ লক্ষ ১৪ হাজার ২০০ টাকা। কুরবানি সহ ৪ লক্ষ ৩০ হাজার। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় হজ কমিটি এক বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে। পশ্চিমবাংলায় হজ যাত্রার খরচ ৪ লক্ষ অতিক্রম করল। যদিও ২০১৯ সালে এই খরচ ৩ লক্ষের কাছাকাছি ছিল।

চলতি বছরে হজের খরচ রেকর্ড মাত্রা ছাড়াল! দেখে নিন একনজরে

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

এবছর আহমদাবাদ, কোচিন, দিল্লি, হায়দরাবাদ, লখনউ, মুম্বইতে হজের খরচ অবশ্য ৪ লক্ষের নীচে। আহমদাবাদের হজযাত্রীদের দিতে হবে ৩ লক্ষ ৭৮ হাজার ১০০ টাকা। মুম্বই-এর হজযাত্রীদের ৩ লক্ষ ৭৬ হাজার টাকার মতো। সব চেয়ে বেশি খরচ অসমের হজযাত্রীদের। অসম থেকে যাঁরা হজ সম্পন্ন করতে যাবেন তাঁদের খরচ ৪ লক্ষ ৩৯ হাজার ৬৮ টাকা। তার পরে রয়েছে জম্মু-কাশ্মীরের তাঁরে খরচ ধরা হয়েছে ৪ লক্ষ ২৩ হাজার। তবে এই সমস্ত খরচ কুরবানির খরচ বাদে ধরা হয়েছে। এর সঙ্গে কুরবানির টাকা যোগ হলে খরচ আরও বাড়বে।

আরও পড়ুন: হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির

প্রত্যেক হজযাত্রীকে কুরবানির জন্য দিতে হবে ১৬ হাজার ৭৪৭ টাকা। পশ্চিমবঙ্গের হজযাত্রীদের ইতিমধ্যেই প্রথমবারে ৮১ হাজার এবং দ্বিতীয়বার ১ লক্ষ  ২০ হাজার টাকা জমা দিয়েছে। বর্তমানে তাঁদের আরও ২ লক্ষ ১৩ হাজার ২০০ টাকা দিতে হবে। এর সঙ্গে কুরবানির টাকা যোগ হলে ২ লক্ষ ২৯ হাজার ৯৪৭ টাকা দিতে হবে। হজযাত্রীরা যদি কলকাতাতেই কুরবানির টাকা জমা দেন। সেক্ষেত্রে টাকা জমা দেওয়ার ব্যাঙ্কের রসিদ অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে।

আরও পড়ুন: হজ শুরু: তাঁবুর শহর মিনায় উপস্থিত আল্লাহর মেহমানরা

উল্লেখ্য, করোনা পরিস্থিতি অতিক্রম করে এবছর সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক রাজ্য থেকে হজযাত্রীর সংখ্যা কমেছে। কিন্তু হজযাত্রার খরচ বিপুল বেড়ে গিয়েছে। গত ২ বছর দেশ থেকে কোনও হজযাত্রী পবিত্র ভূমি মক্কায় যেতে পারেননি। সউদির আশপাশের দেশগুলি থেকে অল্প সংখ্যক নাগরিকদের নিয়ে হজ অনুষ্ঠিত হয়। দু’বছর বাদ হজ শুরু হওয়ায় ব্যাপক খরচের জন্য রাজ্য থেকেও হজের আবেদন অনেকটাই কম জমা পড়ে।

অন্যদিকে, কেন্দ্রীয় হজ কমিটি রাজ্য থেকে হজের উড়ানের সূচি ঘোষণা করেছেন। আগামী ১৭ জুন নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সকাল ১০.০৫ মিনিটে এসভি-৫৫৫১ জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে। জেদ্দাতে পৌঁছানোর সময় স্থানীয় সময় দুপুর ২ টোয়। প্রতিটি বিমানে ৩৭৭ জন হজযাত্রী গন্তব্যস্থলে পৌঁছবেন। রাজ্য থেকে ১৭ জুন বিমান শুরু হলেও সেই বিমান চলবে ৪ জুলাই পর্যন্ত। হজ সম্পন্ন করার পর এই রাজ্যের হাজীদের নিয়ে ফিরতি উড়ান শুরু হবে ২৭ জুলাই থেকে। ২৭ জুলাই মদিনা থেকে ৩৭৭ জন হাজিকে নিয়ে কলকাতায় ফিরে আসার কথা রয়েছে। হজের ফিরতি উড়ান শেষ হবে ১৩ আগস্ট।

এবছর কলকাতা থেকে হজযাত্রীদের বিমান ভাড়া ধরা হয়েছে ১ লক্ষ ৩ হাজার ৯১০ টাকা। এর সঙ্গে কর ও অন্যান্য খরচ ধরা হয়েছে ৬৯৪৩ টাকা। কলকাতা থেকে বিমানভাড়া ধরা হচ্ছে ১ লক্ষ ১০ হাজার ৮৫৩ টাকা। সব চেয়ে বেশি বিমানভাড়া দিতে হচ্ছে অসমের হজযাত্রীদের। তাঁদের বিমান ভাড়া সমস্ত খরচ ধরে ১ লক্ষ ৩৬ হাজার ১৮৫ টাকা। সব চেয়ে কম বিমানভাড়া মুম্বই-এর হজযাত্রীদের। তাঁদের বিমান ভাড়া ধরা হয়েছ ৭২ হাজার ৮০৪ টাকা।