০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদুল হারামের সবচেয়ে  প্রবীণ মুসল্লির ইন্তেকাল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 17

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘হারামের পাখি’ নামে পরিচিত মসজিদুল হারামের সব থেকে প্রবীণ মুসল্লি শায়খ আউদ আল-হারবি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.)। তিনি পবিত্র মসজিদুল হারামের নিয়মিত মুসল্লি ও মুকিম ছিলেন।

শায়খ আউদ আল-হারবিকে মক্কার সবচেয়ে দীর্ঘজীবী ব্যক্তি হিসেবে মনে করা হতো। শনিবার ১৩৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন বলে হারামাইন শরিফাইনের ওয়েব সাইটে জানানো হয়েছে।

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

আরও বলা হয়, শায়খ আউদ আল-হারবি পবিত্র কাবা প্রাঙ্গণে নিয়মিত নামায ও তাওয়াফে উপস্থিত হতেন। ইসলামের পবিত্র ও সম্মানিত এ স্থানে জীবনের অধিকাংশ সময় কাটানোয় ‘হারামের পাখি’ নামেই পরিচিত ছিলেন তিনি। তিনি অধিকাংশ সময় মসজিদুল হারামে নিয়মিত আমলে ব্যস্ত সময় কাটাতেন। হজের সময় ছাড়াও তাকে হারাম শরিফে দেখা যেত।

আরও পড়ুন: ফের আমেরিকায় মৃত্যু ভারতীয়র, আত্মহত্যা অনুমান পুলিশের

কয়েক বছর আগে মসজিদুল হারামে ইবাদতে আসা এক মুসল্লির সাথে শায়খ আল হারবির বেশ কিছু কথোপকথন হয়। তাঁর একটি ভিডিয়ো ক্লিপ নেটে ছড়িয়ে পড়ে। এরপর আন্তর্জাতিকভাবে পরিচিতি পান আল হারবি। আল হারবির মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় অনেকে তাঁর স্মৃতিচারণ করেছেন।

আরও পড়ুন: ফের ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোক পরিবারে

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মসজিদুল হারামের সবচেয়ে  প্রবীণ মুসল্লির ইন্তেকাল

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘হারামের পাখি’ নামে পরিচিত মসজিদুল হারামের সব থেকে প্রবীণ মুসল্লি শায়খ আউদ আল-হারবি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.)। তিনি পবিত্র মসজিদুল হারামের নিয়মিত মুসল্লি ও মুকিম ছিলেন।

শায়খ আউদ আল-হারবিকে মক্কার সবচেয়ে দীর্ঘজীবী ব্যক্তি হিসেবে মনে করা হতো। শনিবার ১৩৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন বলে হারামাইন শরিফাইনের ওয়েব সাইটে জানানো হয়েছে।

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

আরও বলা হয়, শায়খ আউদ আল-হারবি পবিত্র কাবা প্রাঙ্গণে নিয়মিত নামায ও তাওয়াফে উপস্থিত হতেন। ইসলামের পবিত্র ও সম্মানিত এ স্থানে জীবনের অধিকাংশ সময় কাটানোয় ‘হারামের পাখি’ নামেই পরিচিত ছিলেন তিনি। তিনি অধিকাংশ সময় মসজিদুল হারামে নিয়মিত আমলে ব্যস্ত সময় কাটাতেন। হজের সময় ছাড়াও তাকে হারাম শরিফে দেখা যেত।

আরও পড়ুন: ফের আমেরিকায় মৃত্যু ভারতীয়র, আত্মহত্যা অনুমান পুলিশের

কয়েক বছর আগে মসজিদুল হারামে ইবাদতে আসা এক মুসল্লির সাথে শায়খ আল হারবির বেশ কিছু কথোপকথন হয়। তাঁর একটি ভিডিয়ো ক্লিপ নেটে ছড়িয়ে পড়ে। এরপর আন্তর্জাতিকভাবে পরিচিতি পান আল হারবি। আল হারবির মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় অনেকে তাঁর স্মৃতিচারণ করেছেন।

আরও পড়ুন: ফের ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোক পরিবারে