২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ময়দানের বিখ্যাত চিবুজোর আর নেই

ইমামা খাতুন
  • আপডেট : ৮ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 89

পুবের  কলম ওয়েবডেস্ক : ভারতীয় ময়দানে  নাইজেরীয় ফুটবলার চিবুজোর আর নেই। কলকাতায় চলে যাওয়ার সিরাপ বিদেশিদের মধ্যে অন্যতম এই নাইজেরীয় ফুটবলার। একটা সময় এমেকার সঙ্গে দারুণ যদি তৈরি করেছিলেন চিবুজোর। তিন প্রধানেই তাকে খেলতে দেখা গেছে। ইস্টবেঙ্গলে একটা বড় সময় ছিলেন চিবুজোর। স্ট্রাইকার হিসেবে চিবুজোর ও মিডফিল্ডার এমেকা এজুগোর যুগলবন্দীতে লাল হলুদ একটা সময় অনেক দলের বিরুদ্ধে অনেক গোল করেছিল। মোহামেডান স্পোর্টিংয়েও দীর্ঘসময় খেলেছেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। মোহনবাগানেও একটা মরসুম খেলেছিলেন তিনি। এরপর তিনি কলকাতা থেকে চলে যান গোয়ায়। সেখানে খেলেই ফুটবলকে বিদায় জানান তিনি। ফিরে গিয়েছিলেন নাইজেরিয়ায় নিজের দেশে। কিনতু নাইজেরিয়ায় ফিরে গেলেও ভারতকে কোনওদিন ভোলেননি। বিশেষ করে তার প্রাণের দুই ক্লাব ইস্টবেঙ্গল ও মহামেডানকে সবসময়ই নাইজেরিয়া থেকে শুভেচ্ছা জানিয়ে গিয়েছেন। ভদ্র মানসিকতার শেষকথা ছিলেন চিবুজোর। চিমা, এমেকা, চিবুজোর, কলকাতা ময়দানে তখন এই তিনটে নামে ভয় পেত বিপক্ষ ক্লাব। প্রথম দুজন থাকলেও তৃতীয়জন চলে গেলেন মাত্র ৫৫ বছর বয়সেই। রেখে গেলেন স্ত্রী ও সন্তানদের।

 

আরও পড়ুন: প্রখ্যাত ইরাকি ক্যালিগ্রাফারের ইন্তেকাল

আরও পড়ুন: এবার জি-আই ট্যাগ পেল বারাণসীর বিখ্যাত বেনারসি পান

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ময়দানের বিখ্যাত চিবুজোর আর নেই

আপডেট : ৮ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের  কলম ওয়েবডেস্ক : ভারতীয় ময়দানে  নাইজেরীয় ফুটবলার চিবুজোর আর নেই। কলকাতায় চলে যাওয়ার সিরাপ বিদেশিদের মধ্যে অন্যতম এই নাইজেরীয় ফুটবলার। একটা সময় এমেকার সঙ্গে দারুণ যদি তৈরি করেছিলেন চিবুজোর। তিন প্রধানেই তাকে খেলতে দেখা গেছে। ইস্টবেঙ্গলে একটা বড় সময় ছিলেন চিবুজোর। স্ট্রাইকার হিসেবে চিবুজোর ও মিডফিল্ডার এমেকা এজুগোর যুগলবন্দীতে লাল হলুদ একটা সময় অনেক দলের বিরুদ্ধে অনেক গোল করেছিল। মোহামেডান স্পোর্টিংয়েও দীর্ঘসময় খেলেছেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। মোহনবাগানেও একটা মরসুম খেলেছিলেন তিনি। এরপর তিনি কলকাতা থেকে চলে যান গোয়ায়। সেখানে খেলেই ফুটবলকে বিদায় জানান তিনি। ফিরে গিয়েছিলেন নাইজেরিয়ায় নিজের দেশে। কিনতু নাইজেরিয়ায় ফিরে গেলেও ভারতকে কোনওদিন ভোলেননি। বিশেষ করে তার প্রাণের দুই ক্লাব ইস্টবেঙ্গল ও মহামেডানকে সবসময়ই নাইজেরিয়া থেকে শুভেচ্ছা জানিয়ে গিয়েছেন। ভদ্র মানসিকতার শেষকথা ছিলেন চিবুজোর। চিমা, এমেকা, চিবুজোর, কলকাতা ময়দানে তখন এই তিনটে নামে ভয় পেত বিপক্ষ ক্লাব। প্রথম দুজন থাকলেও তৃতীয়জন চলে গেলেন মাত্র ৫৫ বছর বয়সেই। রেখে গেলেন স্ত্রী ও সন্তানদের।

 

আরও পড়ুন: প্রখ্যাত ইরাকি ক্যালিগ্রাফারের ইন্তেকাল

আরও পড়ুন: এবার জি-আই ট্যাগ পেল বারাণসীর বিখ্যাত বেনারসি পান