০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের বিয়ের পরই অঘটন, বহুতল থেকে পড়ে মৃত্যু ওয়ো রুমস-এর মালিকের বাবা

ইমামা খাতুন
  • আপডেট : ১০ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 14

পুবের কলম ওয়েবডেস্কঃ গত ৭ মার্চ গীতাংশা সুদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ওয়ো রুমস-এর প্রতিষ্ঠাতা  রীতেশ আগরওয়াল।  দিল্লির পাঁচ তারা তাজ প্যালেস হোটেলে এক অভিজাত অনুষ্ঠানে সাত পাকে বাধা পড়েন তাঁরা। বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই, এল চরম দুঃসংবাদ। বাবাকে হারিয়েছেন রীতেশ আগরওয়াল। শুক্রবার হরিয়ানার গুরুগ্রামের একটি বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর।

এই প্রসঙ্গে রীতেশ আগরওয়াল একটি বিবৃতিতে জানিয়েছেন, ” অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার শক্তি-পথ প্রদর্শক বাবাকে হারিয়েছি ১০ মার্চ।” তিনি আমাকে সারাজীবন অনুপ্রাণিত করে এসেছেন। প্রতিদিন তাঁর থেকে অনেক কিছু শিখেছি। তাঁর প্রয়াণ আমার এবং পরিবারের কাছে অপূরণীয় ক্ষতি।”

পুলিশ সূত্রে খবর, এদিন বেলা ১টা নাগাদ গুরুগ্রামের ৫৪ নম্বর সেক্টরে, ডিএলএফের দ্য ক্রেস্ট  সোসাইটির নিরাপত্তাপত্তারক্ষীদের কাছ থেকে ফোন এসেছিল তাদের কাছে। জানানো হয়, ২০ তলা থেকে এক ব্যক্তি নীচে পড়ে গিয়েছেন। খবর পেয়েই সেক্টর ৫৪ থানার এসএইচও-র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে যাওয়ার পর তারা জানতে পেরেছিল যে, নিহত ব্যক্তি রীতেশ আগরওয়ালের বাবা, রমেশ প্রসাদ আগরওয়াল। তাঁকে চিকিৎসার জন্য দ্রুত পরস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত পর দেহ তুলে দেওয়া হয়েছে আগরওয়াল পরিবারের হাতে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছেলের বিয়ের পরই অঘটন, বহুতল থেকে পড়ে মৃত্যু ওয়ো রুমস-এর মালিকের বাবা

আপডেট : ১০ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ গত ৭ মার্চ গীতাংশা সুদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ওয়ো রুমস-এর প্রতিষ্ঠাতা  রীতেশ আগরওয়াল।  দিল্লির পাঁচ তারা তাজ প্যালেস হোটেলে এক অভিজাত অনুষ্ঠানে সাত পাকে বাধা পড়েন তাঁরা। বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই, এল চরম দুঃসংবাদ। বাবাকে হারিয়েছেন রীতেশ আগরওয়াল। শুক্রবার হরিয়ানার গুরুগ্রামের একটি বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর।

এই প্রসঙ্গে রীতেশ আগরওয়াল একটি বিবৃতিতে জানিয়েছেন, ” অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার শক্তি-পথ প্রদর্শক বাবাকে হারিয়েছি ১০ মার্চ।” তিনি আমাকে সারাজীবন অনুপ্রাণিত করে এসেছেন। প্রতিদিন তাঁর থেকে অনেক কিছু শিখেছি। তাঁর প্রয়াণ আমার এবং পরিবারের কাছে অপূরণীয় ক্ষতি।”

পুলিশ সূত্রে খবর, এদিন বেলা ১টা নাগাদ গুরুগ্রামের ৫৪ নম্বর সেক্টরে, ডিএলএফের দ্য ক্রেস্ট  সোসাইটির নিরাপত্তাপত্তারক্ষীদের কাছ থেকে ফোন এসেছিল তাদের কাছে। জানানো হয়, ২০ তলা থেকে এক ব্যক্তি নীচে পড়ে গিয়েছেন। খবর পেয়েই সেক্টর ৫৪ থানার এসএইচও-র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে যাওয়ার পর তারা জানতে পেরেছিল যে, নিহত ব্যক্তি রীতেশ আগরওয়ালের বাবা, রমেশ প্রসাদ আগরওয়াল। তাঁকে চিকিৎসার জন্য দ্রুত পরস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত পর দেহ তুলে দেওয়া হয়েছে আগরওয়াল পরিবারের হাতে।