০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

২১৯ জনকে নিয়ে ফিরল প্রথম বিমান

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
  • / 65

পুবের কলম ওয়েবডেস্ক :  কিয়েভ, ২৬ ফেব্রুয়ারি ইউক্রেনে আটকে প্রায় ২০ হাজার ভারতীয়। এই পরিস্থিতিতে শনিবার ইউক্রেন থেকে ফিরছে ভারতীয় পড়ুয়াদের একটি দল। ২১৯ জন ভারতীয়কে নিয়ে রোমানিয়া ছাড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। শনিবার রাত ৯টা নাগাদ বিমানটি মুম্বই বিমান করে পৌঁছয়। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে লাগাতার চেষ্টা চালাচ্ছে যেখানকার ভারতীয় দূতাবাস। ভারতীয়দের সাহায্য করতে বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করেছে দূতাবাস। এ দিনই আবার ভারতীয় বিদেশ মন্ত্রক এক নয়া নির্দেশিকা জারি করে বলেছে, ভারত সরকারের সঙ্গে দূতাবাস বা ভারতীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ না করে ইউক্রেনের সীমান্ত এলাকায় না যেতে। এখনও পর্যন্ত যা খবর পশ্চিম ইউক্রেন তুলনামূলক অনেকটা নিরাপদ। সেখানে জল -খাবার ও থাকার জায়গা রয়েছে। পূর্ব ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের বাড়ির ভিতরে বা আশ্রয়স্থলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে কিয়েভের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় আধিকারিকদের সঙ্গে সমন্বয় ছাড়া কোথাও যেতে নিষেধ করা হয়েছে না হলে তাঁরা যদি চেকপোস্টের কাছে পৌঁছে যান, তাহলে তাঁদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়বে

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২১৯ জনকে নিয়ে ফিরল প্রথম বিমান

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক :  কিয়েভ, ২৬ ফেব্রুয়ারি ইউক্রেনে আটকে প্রায় ২০ হাজার ভারতীয়। এই পরিস্থিতিতে শনিবার ইউক্রেন থেকে ফিরছে ভারতীয় পড়ুয়াদের একটি দল। ২১৯ জন ভারতীয়কে নিয়ে রোমানিয়া ছাড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। শনিবার রাত ৯টা নাগাদ বিমানটি মুম্বই বিমান করে পৌঁছয়। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে লাগাতার চেষ্টা চালাচ্ছে যেখানকার ভারতীয় দূতাবাস। ভারতীয়দের সাহায্য করতে বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করেছে দূতাবাস। এ দিনই আবার ভারতীয় বিদেশ মন্ত্রক এক নয়া নির্দেশিকা জারি করে বলেছে, ভারত সরকারের সঙ্গে দূতাবাস বা ভারতীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ না করে ইউক্রেনের সীমান্ত এলাকায় না যেতে। এখনও পর্যন্ত যা খবর পশ্চিম ইউক্রেন তুলনামূলক অনেকটা নিরাপদ। সেখানে জল -খাবার ও থাকার জায়গা রয়েছে। পূর্ব ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের বাড়ির ভিতরে বা আশ্রয়স্থলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে কিয়েভের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় আধিকারিকদের সঙ্গে সমন্বয় ছাড়া কোথাও যেতে নিষেধ করা হয়েছে না হলে তাঁরা যদি চেকপোস্টের কাছে পৌঁছে যান, তাহলে তাঁদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়বে

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত