১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জুনেই আছড়ে পড়তে পারে কোভিডের চতুর্থ ঢেউ! কি বলছেন গবেষকরা,জানলে চোখ উঠবে কপালে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
  • / 65

Representative image

পুবের কলম ওয়েবডেস্কঃ জুন মাসে  আছড়ে পড়তে পারে কোভিডের চতুর্থ ঢেউ। এমন আশঙ্কার কথা শুনিয়েছেন কানপুর আইআইটির একদল গবেষক। আইআইটির ওই গবেষকদের দাবি এই নয়া ভ্যারিয়েন্ট কমপক্ষে  চারমাস থাকবে।

কানপুর আইআইটির তিন গবেষক  সবরা প্রসাদ রাজেশভাই, শুভ্রা শংকর ধর, সালাভ  একটি সায়েন্স জার্নালে এই দাবি করেছেন। যদিও জানার্লটি এখনও প্রিভিউ পর্যায়ে রয়েছে।
ওই গবেষকরা আরও দাবি করেছেন জুন মাসের ২২ তারিখ থেকে আছড়ে পড়তে পারে এই চতুর্থ ওয়েভ। অক্টোবরের মাঝামাঝি তার প্রভাব থাকতে পারে।

তবে ওই গবেষকদের বলছেন কোভিডের এই নয়া ভ্যারিয়েন্ট মানব দেহে কতটা কার্যকরী হবে তা কিন্তু নির্ভর  করবে ভ্যাকসিন কতটা শরীরে  প্রতিরোধ গড়ে তুলতে পারছে তার ওপর।

উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউয়ের রেশ এখন অনেকটাই কম। সপ্তাহের প্রথম দিনই  দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দশ হাজারের নিচে নেমে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮০১৩ জন। রবিবারও যা ছিল ১০ হাজারের বেশি। একদিনে করোনার বলি দেশের ১১৯ জন,  রবিবার এই সংখ্যা ছিল প্রায় আড়াইশো। অর্থাৎ, সংক্রমণ ও মৃত্যু – দুই হারই নিম্নমুখী। তবে চিকিৎসক এবং গবেষকদের মতে সতর্ক থাকতে হবে নিজেকেই। ভ্যাকসিন নেওয়া আছে বলেই কোভিড বিধি উপেক্ষা করা যাবেনা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জুনেই আছড়ে পড়তে পারে কোভিডের চতুর্থ ঢেউ! কি বলছেন গবেষকরা,জানলে চোখ উঠবে কপালে

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ জুন মাসে  আছড়ে পড়তে পারে কোভিডের চতুর্থ ঢেউ। এমন আশঙ্কার কথা শুনিয়েছেন কানপুর আইআইটির একদল গবেষক। আইআইটির ওই গবেষকদের দাবি এই নয়া ভ্যারিয়েন্ট কমপক্ষে  চারমাস থাকবে।

কানপুর আইআইটির তিন গবেষক  সবরা প্রসাদ রাজেশভাই, শুভ্রা শংকর ধর, সালাভ  একটি সায়েন্স জার্নালে এই দাবি করেছেন। যদিও জানার্লটি এখনও প্রিভিউ পর্যায়ে রয়েছে।
ওই গবেষকরা আরও দাবি করেছেন জুন মাসের ২২ তারিখ থেকে আছড়ে পড়তে পারে এই চতুর্থ ওয়েভ। অক্টোবরের মাঝামাঝি তার প্রভাব থাকতে পারে।

তবে ওই গবেষকদের বলছেন কোভিডের এই নয়া ভ্যারিয়েন্ট মানব দেহে কতটা কার্যকরী হবে তা কিন্তু নির্ভর  করবে ভ্যাকসিন কতটা শরীরে  প্রতিরোধ গড়ে তুলতে পারছে তার ওপর।

উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউয়ের রেশ এখন অনেকটাই কম। সপ্তাহের প্রথম দিনই  দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দশ হাজারের নিচে নেমে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮০১৩ জন। রবিবারও যা ছিল ১০ হাজারের বেশি। একদিনে করোনার বলি দেশের ১১৯ জন,  রবিবার এই সংখ্যা ছিল প্রায় আড়াইশো। অর্থাৎ, সংক্রমণ ও মৃত্যু – দুই হারই নিম্নমুখী। তবে চিকিৎসক এবং গবেষকদের মতে সতর্ক থাকতে হবে নিজেকেই। ভ্যাকসিন নেওয়া আছে বলেই কোভিড বিধি উপেক্ষা করা যাবেনা।