২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুজয় ভদ্র ‘কালীঘাটের কাকু’র কন্ঠস্বর পরীক্ষায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ জুলাই ২০২৩, বৃহস্পতিবার
  • / 123

পারিজাত মোল্লা:  বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে কালীঘাটের ‘কাকু’ খ্যাত সুজয় ভদ্রের কন্ঠস্বর পরীক্ষা সংক্রান্ত মামলার শুনানি চলে। এদিন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে সুজয় ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।

সিঙ্গেল বেঞ্চ এদিন জানিয়েছে, তদন্তের স্বার্থে এখনই সুজয়কৃষ্ণ ভদ্রের আবেদনে হস্তক্ষেপ করছে না আদালত’। সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রীর মৃত্যু পর প্যারোলে মুক্তি পান তিনি। তারপর যখন তিনি প্রেসিডেন্সি জেলে ফেরেন তখন তদন্তের স্বার্থে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি স্পেশাল কোর্টে একটি বিশেষ আবেদন জানায়। তারা আবেদনে জানায়,  তদন্তের স্বার্থে সুজয় ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা করতে চায়’। গত ১৪ জুলাই ইডির আবেদন মেনে নেন নিম্ন আদালতের বিচারক।

আরও পড়ুন: ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে হাই কোর্টের স্বারস্থ রাজ্য

নিম্ন আদালতের এই নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন সুজয়কৃষ্ণের আইনজীবী কিশোর দত্ত। তাঁর আইনজীবী এদিন কলকাতা হাইকোর্টে জানায়,  এভাবে কারওর কণ্ঠস্বর পরীক্ষা করার নির্দেশ দেওয়া যায় না। স্বরাষ্ট্রমন্ত্রক বিশেষ পরিস্থিতিতে এই অনুমতি দিয়ে থাকে’।

আরও পড়ুন: বিরোধী দলনেতার আইনি রক্ষাকবচ প্রত্যাহার করল হাইকোর্ট, ধাক্কা গেরুয়া শিবিরে

যা শুনে  কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন,  কণ্ঠস্বর পরীক্ষা করা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু এক্ষেত্রে নিম্ন আদালতের নির্দেশের ওপর হাইকোর্ট কেন হস্তক্ষেপ করবে তা এখনও স্পষ্ট নয়। নিম্ন আদালতের বিচারক হয়তো তদন্তের স্বার্থে এই নির্দেশ দিয়ে থাকতে পারেন। কিন্তু তদন্তের স্বার্থে হাইকোর্ট এই ব্যপারে কোনও হস্তক্ষেপ করবে না’।

আরও পড়ুন: খগেন-শঙ্করের ঘটনায় পুলিশের রিপোর্ট চাইলো হাইকোর্ট

এদিন ইডির আইনজীবী জানান, ‘ এই মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা খুবই প্রয়োজন’।

এদিকে, অসুস্থতার কারণে এখন সুজয়কৃষ্ণ হাসপাতালে ভর্তি। কলকাতা হাইকোর্ট সুজয়কৃষ্ণের আবেদনে হস্তক্ষেপ না করায় ইডি হাসপাতালে গিয়েই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে বলে জানা গেছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুজয় ভদ্র ‘কালীঘাটের কাকু’র কন্ঠস্বর পরীক্ষায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট

আপডেট : ২০ জুলাই ২০২৩, বৃহস্পতিবার

পারিজাত মোল্লা:  বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে কালীঘাটের ‘কাকু’ খ্যাত সুজয় ভদ্রের কন্ঠস্বর পরীক্ষা সংক্রান্ত মামলার শুনানি চলে। এদিন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে সুজয় ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।

সিঙ্গেল বেঞ্চ এদিন জানিয়েছে, তদন্তের স্বার্থে এখনই সুজয়কৃষ্ণ ভদ্রের আবেদনে হস্তক্ষেপ করছে না আদালত’। সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রীর মৃত্যু পর প্যারোলে মুক্তি পান তিনি। তারপর যখন তিনি প্রেসিডেন্সি জেলে ফেরেন তখন তদন্তের স্বার্থে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি স্পেশাল কোর্টে একটি বিশেষ আবেদন জানায়। তারা আবেদনে জানায়,  তদন্তের স্বার্থে সুজয় ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা করতে চায়’। গত ১৪ জুলাই ইডির আবেদন মেনে নেন নিম্ন আদালতের বিচারক।

আরও পড়ুন: ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে হাই কোর্টের স্বারস্থ রাজ্য

নিম্ন আদালতের এই নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন সুজয়কৃষ্ণের আইনজীবী কিশোর দত্ত। তাঁর আইনজীবী এদিন কলকাতা হাইকোর্টে জানায়,  এভাবে কারওর কণ্ঠস্বর পরীক্ষা করার নির্দেশ দেওয়া যায় না। স্বরাষ্ট্রমন্ত্রক বিশেষ পরিস্থিতিতে এই অনুমতি দিয়ে থাকে’।

আরও পড়ুন: বিরোধী দলনেতার আইনি রক্ষাকবচ প্রত্যাহার করল হাইকোর্ট, ধাক্কা গেরুয়া শিবিরে

যা শুনে  কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন,  কণ্ঠস্বর পরীক্ষা করা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু এক্ষেত্রে নিম্ন আদালতের নির্দেশের ওপর হাইকোর্ট কেন হস্তক্ষেপ করবে তা এখনও স্পষ্ট নয়। নিম্ন আদালতের বিচারক হয়তো তদন্তের স্বার্থে এই নির্দেশ দিয়ে থাকতে পারেন। কিন্তু তদন্তের স্বার্থে হাইকোর্ট এই ব্যপারে কোনও হস্তক্ষেপ করবে না’।

আরও পড়ুন: খগেন-শঙ্করের ঘটনায় পুলিশের রিপোর্ট চাইলো হাইকোর্ট

এদিন ইডির আইনজীবী জানান, ‘ এই মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা খুবই প্রয়োজন’।

এদিকে, অসুস্থতার কারণে এখন সুজয়কৃষ্ণ হাসপাতালে ভর্তি। কলকাতা হাইকোর্ট সুজয়কৃষ্ণের আবেদনে হস্তক্ষেপ না করায় ইডি হাসপাতালে গিয়েই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে বলে জানা গেছে।