০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের এলাকা বৃদ্ধি, দিনহাটায় যা বললেন ফিরহাদ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ অক্টোবর ২০২১, সোমবার
  • / 83

রুবায়েত মোস্তাফা ও পারভেজ হোসেন– কোচবিহার­ : সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কাজের এলাকা বৃদ্ধি নিয়ে সরব হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে তিনি নিন্দা জানান। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কাজের এলাকা বৃদ্ধি নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র  দফতরের নির্দেশিকা অনুযায়ী– পশ্চিমবাংলা সহ বিভিন্ন রাজ্যে আর্ন্তজাতিক সীমানা থেকে রাজ্যের ভিতরে ৫০ কিমি পর্যন্ত কাজ করতে পারবে বিএসএফ। বলাবাহুল্য– এর আগে ১৫ কিমি পর্যন্ত বিএসএফের কাজের ক্ষেত্র ছিল। নতুন করে এলাকা বাড়ানোয় মানবাধিকার লঙ্ঘন সহ সাধারণ মানুষকে নানা সমস্যায় পড়তে হতে পারে বলে আশঙ্কা বিশিষ্টদের।

উল্লেখ্য– রবিবার দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহর হয়ে প্রচার সভা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই সভা থেকে তিনি কেন্দ্রীয় সরকারের এহেন সিদ্ধানের রাজনৈতিক বিরোধীতা করেন। এদিন তিনি বলেন– আপনাদের উপর বিএসএফকে দিয়ে অধিকার নেওয়ার চেষ্টা হচ্ছে। এমনিতে পেরে না উঠে বিএসএফকে দিয়ে কোচবিহার শাসন করার চেষ্টা হচ্ছে। এই বিষয়ে শুধু রাজনৈতিক প্রতিবাদ হবে তা নয়– রাজ্য সরকারের পক্ষ থেকেও গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে এদিন তাঁর বক্তব্যের ঝাঁঝে তিনি তা বুঝিয়ে দেন। এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন– ওরা জানে না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা প্রতিবাদ করতে জানি। বিএসএফ দিয়ে দখল করাতে পারবে না। এটা দখলদারির রাজনীতি বলে কটাক্ষ করেন ফিরহাদ।

আরও পড়ুন: নভেম্বরে বিএসএফ, ইডি শুল্ক-সহ ২২টি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন

অন্যদিকে– এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম না করে তাঁকে ‘ওপারের লোক’ বলে কটাক্ষ করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি আরও বলেন– এবারের বিধানসভা নির্বাচনে উদয়ন গুহ প্রার্থী ছিলেন। আপনারা অনেকেই উদয়ন গুহকে ভোট দিয়েছিলেন– আবার কিছু মানুষ ভুল করে বিজেপিকে ভোট দিয়েছিলেন। এখানে যিনি বিজেপি প্রার্থী ছিলেন– তিনি যদিও ভারতের নাগরিক নন– ওপারের লোক বলে মন্তব্য ফিরহাদের।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

প্রসঙ্গত– কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক দিনাহাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহকে ৫৭ ভোটে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সাংসদ পদ ধরে রাখার জন্য বিধায়ক পদ থেকে ইস্তাফা দেন নিশীথবাবু। সেই কারণেই এবার দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। এই উপনির্বাচনে তৃণমূল উদয়ন গুহকেই আবার প্রার্থী করেছেন। বিজেপির প্রার্থী হয়েছেন অশোক মণ্ডল এবং বাম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন আবদুর রউফ।

আরও পড়ুন: দিনহাটায় বিক্ষোভের মুখে নিশীথ প্রামাণিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সীমান্তে বিএসএফের এলাকা বৃদ্ধি, দিনহাটায় যা বললেন ফিরহাদ

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, সোমবার

রুবায়েত মোস্তাফা ও পারভেজ হোসেন– কোচবিহার­ : সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কাজের এলাকা বৃদ্ধি নিয়ে সরব হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে তিনি নিন্দা জানান। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কাজের এলাকা বৃদ্ধি নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র  দফতরের নির্দেশিকা অনুযায়ী– পশ্চিমবাংলা সহ বিভিন্ন রাজ্যে আর্ন্তজাতিক সীমানা থেকে রাজ্যের ভিতরে ৫০ কিমি পর্যন্ত কাজ করতে পারবে বিএসএফ। বলাবাহুল্য– এর আগে ১৫ কিমি পর্যন্ত বিএসএফের কাজের ক্ষেত্র ছিল। নতুন করে এলাকা বাড়ানোয় মানবাধিকার লঙ্ঘন সহ সাধারণ মানুষকে নানা সমস্যায় পড়তে হতে পারে বলে আশঙ্কা বিশিষ্টদের।

উল্লেখ্য– রবিবার দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহর হয়ে প্রচার সভা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই সভা থেকে তিনি কেন্দ্রীয় সরকারের এহেন সিদ্ধানের রাজনৈতিক বিরোধীতা করেন। এদিন তিনি বলেন– আপনাদের উপর বিএসএফকে দিয়ে অধিকার নেওয়ার চেষ্টা হচ্ছে। এমনিতে পেরে না উঠে বিএসএফকে দিয়ে কোচবিহার শাসন করার চেষ্টা হচ্ছে। এই বিষয়ে শুধু রাজনৈতিক প্রতিবাদ হবে তা নয়– রাজ্য সরকারের পক্ষ থেকেও গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে এদিন তাঁর বক্তব্যের ঝাঁঝে তিনি তা বুঝিয়ে দেন। এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন– ওরা জানে না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা প্রতিবাদ করতে জানি। বিএসএফ দিয়ে দখল করাতে পারবে না। এটা দখলদারির রাজনীতি বলে কটাক্ষ করেন ফিরহাদ।

আরও পড়ুন: নভেম্বরে বিএসএফ, ইডি শুল্ক-সহ ২২টি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন

অন্যদিকে– এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম না করে তাঁকে ‘ওপারের লোক’ বলে কটাক্ষ করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি আরও বলেন– এবারের বিধানসভা নির্বাচনে উদয়ন গুহ প্রার্থী ছিলেন। আপনারা অনেকেই উদয়ন গুহকে ভোট দিয়েছিলেন– আবার কিছু মানুষ ভুল করে বিজেপিকে ভোট দিয়েছিলেন। এখানে যিনি বিজেপি প্রার্থী ছিলেন– তিনি যদিও ভারতের নাগরিক নন– ওপারের লোক বলে মন্তব্য ফিরহাদের।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

প্রসঙ্গত– কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক দিনাহাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহকে ৫৭ ভোটে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সাংসদ পদ ধরে রাখার জন্য বিধায়ক পদ থেকে ইস্তাফা দেন নিশীথবাবু। সেই কারণেই এবার দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। এই উপনির্বাচনে তৃণমূল উদয়ন গুহকেই আবার প্রার্থী করেছেন। বিজেপির প্রার্থী হয়েছেন অশোক মণ্ডল এবং বাম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন আবদুর রউফ।

আরও পড়ুন: দিনহাটায় বিক্ষোভের মুখে নিশীথ প্রামাণিক