স্বাধীনতা দিবসে এই প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি কামান দিয়ে গান স্যালুট দেবে ভারতীয় সেনা

- আপডেট : ১২ অগাস্ট ২০২২, শুক্রবার
- / 21
পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক দিন স্বাধীনতা দিবস। ২০০ বছরের ব্রিটিশ রাজত্বের শিকল ভেঙে বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতা নিয়ে এসেছিল। দেশের জন্য শহিদ হওয়া বীরদের শ্রদ্ধা জানানোর দিন এই স্বাধীনতা দিবস। প্রতিবছর দিল্লির লালকেল্লা সহ সহ দেশের সমস্ত রাজ্যে এই দিনটি বিশেষ মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে।
তবে এবারের এই স্বাধীনতা অন্যতম আকর্ষণ হল দেশীয় প্রযুক্তিতে তৈরি কামান দিয়ে এবার গান স্যালুট দেবে ভারতীয় সেনাবাহিনী। দিল্লির লাল কেল্লায় এই দেশীয় প্রযুক্তির কামানে গান স্যালুট দেওয়া হবে।
ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) একটি ১৫৫ মিলিমিটারের হাউইৎজার কামান বানিয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘অ্যাডভান্সড টাওড আর্টিলারি গান সিস্টেম (এটিএজিএস)’। ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি এই কামানকে ভারতের সামরিক উৎপাদনের ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ বলে দাবি করা হয়েছে।
প্রতিরক্ষা সচিব অজয় কুমার জানিয়েছেন, স্বাধীনতা দিবসের কর্মসূচিতে এই প্রথমবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোনও কামান গান স্যালুটে ব্যবহৃত হচ্ছে। এত দিন ব্রিটিশ আমলের কামান প্রথা মেনে লালকেল্লায় ২১ বার তোপধ্বনি করা হত। এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি কামানের তোপধ্বনি শুনবে ভারতবাসী।
ডিআরডিও’র আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টের একটি বিশেষ দল এই গান স্যালুট কর্মসূচি পরিচালনা করবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে দাবি করা হয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হাউইৎজার কামান বিশ্বের অন্যতম সেরা কামান। যা ভারতীয় সেনাবাহিনীর গোলন্দাজ বিভাগগুলোকে আত্মনির্ভর করে তুলতে অদূর ভবিষ্যতে কার্যকরী ভূমিকা নেবে। এই হাউইৎজারের গোলা ৪৮ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম।
অক্সিলারি পাওয়ার মোড, স্বয়ংক্রিয় নির্দেশ এবং নিয়ন্ত্রণ, ওয়্যারলেস স্টেট অফ দ্য আর্ট কমিউনিকেশন সিস্টেমসহ আধুনিক প্রযুক্তিতে তৈরি দেশীয় কামান। রাতের অন্ধকার ভেদ করে শত্রুপক্ষকে খুঁজে পেতে প্রয়োজনীয় নাইট ভিশন প্রযুক্তিও রয়েছে এই দেশীয় প্রযুক্তিতে তৈরি কামানে।