০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

একাদশের নয়া সিলেবাসে পড়ুয়াদের বই দিতে তৎপর সংসদ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
  • / 14

পুবের কলম প্রতিবেদক: একাদশ ও দ্বাদশ শ্রেণিতে চালু হয়েছে নয়া সিলেবাস। পরীক্ষা পদ্ধতিও বদলি হয়েছে। নয়া সিলেবাস অনুসারে বইও মিলবে শীঘ্রই। নতুন সিলেবাস নিয়ে প্রকাশকদের সঙ্গে বৈঠকও হয়েছে সিলেবাস কমিটির । উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, টেক্সট বুক কর্পোরেশনের সঙ্গেও বৈঠক হয়েছে। দ্রুত কাজ চলছে। এপ্রিল মাসেই নতুন সিলেবাসের বই হাতে পেতে পারে পড়ুয়ারা।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে, নতুন এই সিলেবাসে বেশ কিছু বদল রয়েছে । সিলেবাস বদলের ক্ষেত্রে সংসদের তরফে জানানো হয়েছে, বাংলায় যে যে লেখক বা কবির লেখা ছিল সেই সব তো রয়েছে । তবে পুরোনো যে কবিতা এবং গল্প ছিল তার বদল হয়ে নতুন গল্প এবং কবিতা আনা হয়েছে । সংযোজন হয়েছে তরুণ কবি শ্রীজাতর কবিতা ।

অপরদিকে ইংরেজি ভাষার ক্ষেত্রেও বেশ কিছু বদল এসেছে । এছাড়াও বদল আনা হয়েছে ইতিহাসেও । ১৮৫৭ সাল থেকে স্বাধীনতার আগের এবং পরের ইতিহাস এবার সিলেবাসে রাখা হয়েছে । এমনকী এবার থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পড়বে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা । এছাড়াও আছে নেতাজি, গান্ধীজির কথা । ইতিহাসের সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে মিল রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে। সেখানেও পড়ুয়ারা পড়বে আজাদ হিন্দ বাহিনী ও নেতাজির কথা । বাণিজ্যের ক্ষেত্রে ট্যাক্স, জিএসটি’র মতো বিষয়ে রয়েছে নতুনত্বের ছাপ।

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে একাদশ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণিতে বছরে দু’বার হবে পরীক্ষা । ফলে ওই বছর থেকে বছরে দু’বার করে সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে পড়ুয়ারা । এই পরীক্ষার একটি হবে নভেম্বরে, আর অন্যটি মার্চে । নতুন এই পদ্ধতির জন্য বদল আনা হয়েছে সিলেবাসে । ২০১৩ সালের পর এই ২০২৪-এ বদল এল সিলেবাসে ।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একাদশের নয়া সিলেবাসে পড়ুয়াদের বই দিতে তৎপর সংসদ

আপডেট : ২১ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: একাদশ ও দ্বাদশ শ্রেণিতে চালু হয়েছে নয়া সিলেবাস। পরীক্ষা পদ্ধতিও বদলি হয়েছে। নয়া সিলেবাস অনুসারে বইও মিলবে শীঘ্রই। নতুন সিলেবাস নিয়ে প্রকাশকদের সঙ্গে বৈঠকও হয়েছে সিলেবাস কমিটির । উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, টেক্সট বুক কর্পোরেশনের সঙ্গেও বৈঠক হয়েছে। দ্রুত কাজ চলছে। এপ্রিল মাসেই নতুন সিলেবাসের বই হাতে পেতে পারে পড়ুয়ারা।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে, নতুন এই সিলেবাসে বেশ কিছু বদল রয়েছে । সিলেবাস বদলের ক্ষেত্রে সংসদের তরফে জানানো হয়েছে, বাংলায় যে যে লেখক বা কবির লেখা ছিল সেই সব তো রয়েছে । তবে পুরোনো যে কবিতা এবং গল্প ছিল তার বদল হয়ে নতুন গল্প এবং কবিতা আনা হয়েছে । সংযোজন হয়েছে তরুণ কবি শ্রীজাতর কবিতা ।

অপরদিকে ইংরেজি ভাষার ক্ষেত্রেও বেশ কিছু বদল এসেছে । এছাড়াও বদল আনা হয়েছে ইতিহাসেও । ১৮৫৭ সাল থেকে স্বাধীনতার আগের এবং পরের ইতিহাস এবার সিলেবাসে রাখা হয়েছে । এমনকী এবার থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পড়বে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা । এছাড়াও আছে নেতাজি, গান্ধীজির কথা । ইতিহাসের সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে মিল রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে। সেখানেও পড়ুয়ারা পড়বে আজাদ হিন্দ বাহিনী ও নেতাজির কথা । বাণিজ্যের ক্ষেত্রে ট্যাক্স, জিএসটি’র মতো বিষয়ে রয়েছে নতুনত্বের ছাপ।

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে একাদশ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণিতে বছরে দু’বার হবে পরীক্ষা । ফলে ওই বছর থেকে বছরে দু’বার করে সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে পড়ুয়ারা । এই পরীক্ষার একটি হবে নভেম্বরে, আর অন্যটি মার্চে । নতুন এই পদ্ধতির জন্য বদল আনা হয়েছে সিলেবাসে । ২০১৩ সালের পর এই ২০২৪-এ বদল এল সিলেবাসে ।