২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাবের পথ চলা শুরু

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 108

পুবের কলম ওয়েবডেস্ক : আত্মপ্রকাশ করল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব। শুক্রবার বাংলা নববর্ষের শুরুতেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই আত্মপ্রকাশ করল বাংলার এই নতুন ফুটবল ক্লাব। বেশ কিছুদিন ধরেই ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের নাম আই এফ এর কর্তাদের মুখে শোনা যাচ্ছিল। এমনকি কলকাতা লীগেও তাদের খেলানো যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। শুক্রবার নতুন বছরের শুরুতেই তাই মহেশতলা বাটা স্টেডিয়ামে এই ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

আরও পড়ুন: বিশ্বকাপ যোগ্যতা অর্জনে ব্যর্থ চিলি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাবের পথ চলা শুরু

আরও পড়ুন: অবিশ্বাস্য ঘুরে দাঁড়িয়ে জয় বার্সেলোনার

খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো বাংলার এই নতুন ক্লাবের পথ চলা। এমনকি ক্লাবের জার্সি ও লোগোও এদিন প্রকাশ করা হয়। ক্লাবের নতুন স্লোগান আত্মপ্রকাশ পেল এদিন। ডায়মন্ডহারবার ক্লাবের নতুন স্লোগান হলো, ‘দমদার হারবার ।’ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নতুন ক্লাবের উদ্বোধন প্রসঙ্গে বলেন,’শুভ দিনে যাত্রা শুরু করল আমাদের ক্লাব । সবার আশীর্বাদ নিয়ে পথ চলা শুরু করলো। ২০১৯ সালেই ঘোষণা হয়েছিল এই ক্লাবের। ২০১৭ সাল থেকে এমপি কাপ শুরু হয়। প্রতিভার খোঁজে আমরা এই ক্লাব তৈরি করেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। জাতি-ধর্ম নির্বিশেষে সবাই সহযোগিতা করুন। সমস্ত প্রতিযোগিতায় অংশ নেবে ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব’।

আরও পড়ুন: সামনের সপ্তাহে অনুশীলনে মহামেডান, লক্ষ্য সুপার কাপ

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাবের পথ চলা শুরু

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক : আত্মপ্রকাশ করল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব। শুক্রবার বাংলা নববর্ষের শুরুতেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই আত্মপ্রকাশ করল বাংলার এই নতুন ফুটবল ক্লাব। বেশ কিছুদিন ধরেই ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের নাম আই এফ এর কর্তাদের মুখে শোনা যাচ্ছিল। এমনকি কলকাতা লীগেও তাদের খেলানো যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। শুক্রবার নতুন বছরের শুরুতেই তাই মহেশতলা বাটা স্টেডিয়ামে এই ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

আরও পড়ুন: বিশ্বকাপ যোগ্যতা অর্জনে ব্যর্থ চিলি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাবের পথ চলা শুরু

আরও পড়ুন: অবিশ্বাস্য ঘুরে দাঁড়িয়ে জয় বার্সেলোনার

খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো বাংলার এই নতুন ক্লাবের পথ চলা। এমনকি ক্লাবের জার্সি ও লোগোও এদিন প্রকাশ করা হয়। ক্লাবের নতুন স্লোগান আত্মপ্রকাশ পেল এদিন। ডায়মন্ডহারবার ক্লাবের নতুন স্লোগান হলো, ‘দমদার হারবার ।’ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নতুন ক্লাবের উদ্বোধন প্রসঙ্গে বলেন,’শুভ দিনে যাত্রা শুরু করল আমাদের ক্লাব । সবার আশীর্বাদ নিয়ে পথ চলা শুরু করলো। ২০১৯ সালেই ঘোষণা হয়েছিল এই ক্লাবের। ২০১৭ সাল থেকে এমপি কাপ শুরু হয়। প্রতিভার খোঁজে আমরা এই ক্লাব তৈরি করেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। জাতি-ধর্ম নির্বিশেষে সবাই সহযোগিতা করুন। সমস্ত প্রতিযোগিতায় অংশ নেবে ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব’।

আরও পড়ুন: সামনের সপ্তাহে অনুশীলনে মহামেডান, লক্ষ্য সুপার কাপ