৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাজি নিয়ে ঠিক হয়েছে পলিসি, রাজ্যবাসী সামনে তুলে ধরবে সরকার: পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ মে ২০২৩, শনিবার
  • / 98

আইভি আদক, হাওড়া:   বাজি নিয়ে একটি পলিসি ঠিক করা হয়েছে। কোনগুলো নিষিদ্ধ আর কোনগুলো নয় তা নিয়ে সরকার একটি পলিসি ঠিক করেছে। খুব শ্রীঘ্রই সেই পলিসি সরকার সকলের কাছে তুলে ধরবে। পাশাপাশি নিষিদ্ধ বাজি নিয়ে পুলিশি তল্লাশি জারি আছে। সেরকম কিছু খবর পেলে রেড করা হবে। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার সাঁতরাগাছি নতুন বাসস্ট্যান্ডে কোনা ট্রাফিক গার্ডের রক্তদান শিবির ও সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিতে এসে এমন কথাই বললেন হাওড়ার  পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। পাশাপাশি তিনি বলেন, হাইওয়েতে অনেক গাড়ির সংখ্যা বেড়েছে। সেইসব জায়গায় গুরুত্বপূর্ণ ক্রসিংও আছে। অঙ্কুরহাটি চেকপোস্ট সহ অন্যান্য জায়গায় ক্রসিংয়ে আন্ডারপাস বা ওভারব্রিজের করার ব্যাপারে উচ্চপর্যায়ে আলোচনা হচ্ছে। খুব শ্রীঘ্রই রেজাল্ট পাওয়া যাবে বলে তিনি জানান।

হাওড়ার নগরপাল আরও বলেন, এখানে রক্তদান শিবিরের পাশাপাশি সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পালন করা হল। পাশাপাশি ট্রাফিক সচেতনতা নিয়ে বাচ্চাদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ছোট ছোট শিশুদের ট্রাফিক নিরাপত্তা নিয়ে অনেক ভাল জ্ঞান লক্ষ্য করা গেল তাহলে বড়রা কেন সচেতন নয়। এখনও অনেক জনকে মাথায় হেলমেট ছাড়া বাইক চালাতে দেখা যায়।

আরও পড়ুন: সরকারি-বেসরকারি বিভিন্ন স্কলারশিপে শুরু হচ্ছে আবেদন

তাদের সবাইকে সচেতন হতে হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ প্রতীক্ষা ঝারখারিয়া, জগাছা থানার আইসি সতীনাথ চট্টরাজ, কোনা ট্রাফিক গার্ডের আইসি অতীন্দ্রনাথ মুখার্জি, কোনা ট্রাফিক গার্ডের সেকেন্ড অফিসার অমিত কুমার দাস সহ অন্যান্যরা।

আরও পড়ুন: শিক্ষকের মারে দৃষ্টিশক্তি হারাল এক খুদে পড়ুয়া, কর্নাটকের সরকারি স্কুলের ঘটনা

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাজি নিয়ে ঠিক হয়েছে পলিসি, রাজ্যবাসী সামনে তুলে ধরবে সরকার: পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী

আপডেট : ২৭ মে ২০২৩, শনিবার

আইভি আদক, হাওড়া:   বাজি নিয়ে একটি পলিসি ঠিক করা হয়েছে। কোনগুলো নিষিদ্ধ আর কোনগুলো নয় তা নিয়ে সরকার একটি পলিসি ঠিক করেছে। খুব শ্রীঘ্রই সেই পলিসি সরকার সকলের কাছে তুলে ধরবে। পাশাপাশি নিষিদ্ধ বাজি নিয়ে পুলিশি তল্লাশি জারি আছে। সেরকম কিছু খবর পেলে রেড করা হবে। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার সাঁতরাগাছি নতুন বাসস্ট্যান্ডে কোনা ট্রাফিক গার্ডের রক্তদান শিবির ও সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিতে এসে এমন কথাই বললেন হাওড়ার  পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। পাশাপাশি তিনি বলেন, হাইওয়েতে অনেক গাড়ির সংখ্যা বেড়েছে। সেইসব জায়গায় গুরুত্বপূর্ণ ক্রসিংও আছে। অঙ্কুরহাটি চেকপোস্ট সহ অন্যান্য জায়গায় ক্রসিংয়ে আন্ডারপাস বা ওভারব্রিজের করার ব্যাপারে উচ্চপর্যায়ে আলোচনা হচ্ছে। খুব শ্রীঘ্রই রেজাল্ট পাওয়া যাবে বলে তিনি জানান।

হাওড়ার নগরপাল আরও বলেন, এখানে রক্তদান শিবিরের পাশাপাশি সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পালন করা হল। পাশাপাশি ট্রাফিক সচেতনতা নিয়ে বাচ্চাদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ছোট ছোট শিশুদের ট্রাফিক নিরাপত্তা নিয়ে অনেক ভাল জ্ঞান লক্ষ্য করা গেল তাহলে বড়রা কেন সচেতন নয়। এখনও অনেক জনকে মাথায় হেলমেট ছাড়া বাইক চালাতে দেখা যায়।

আরও পড়ুন: সরকারি-বেসরকারি বিভিন্ন স্কলারশিপে শুরু হচ্ছে আবেদন

তাদের সবাইকে সচেতন হতে হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ প্রতীক্ষা ঝারখারিয়া, জগাছা থানার আইসি সতীনাথ চট্টরাজ, কোনা ট্রাফিক গার্ডের আইসি অতীন্দ্রনাথ মুখার্জি, কোনা ট্রাফিক গার্ডের সেকেন্ড অফিসার অমিত কুমার দাস সহ অন্যান্যরা।

আরও পড়ুন: শিক্ষকের মারে দৃষ্টিশক্তি হারাল এক খুদে পড়ুয়া, কর্নাটকের সরকারি স্কুলের ঘটনা

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল