২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন এলিজাবেথ বর্নি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার
  • / 63

পুবের কলম, ওয়েবডেস্ক: ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন এলিজাবেথ বর্নি। প্রায় তিন দশক পরে দেশটি মহিলা প্রধানমন্ত্রী পেল। সোমবার প্রেসিডেন্ট ম্যাক্রো এই ঘোষণা করেন।

এলিজাবেথ বর্নি এর আগে ফ্রান্সের পরিবেশ, যোগাযোগ ও শ্রম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ৬১ বছর বয়সী এলিজাবেথ বর্তমান প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের স্থলাভিষিক্ত হবেন।

আরও পড়ুন: দাঙ্গা বাধানোর ছক ছিল পাকিস্তানের: প্রধানমন্ত্রী

গত ১৬ মে ফরাসি প্রেসিডেন্টের সরকারি দফতর এলিসি প্রাসাদ থেকে এক বিবৃতিতে সরকারপ্রধান হিসেবে এলিজাবেথ বর্নির নিয়োগের বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন

গত ২৪ এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদে জয়ের পর ফরাসি সরকারে ব্যাপক রদবদল আসবে বলে গুঞ্জন শোনা গিয়েছিল। এর পরে প্রধানমন্ত্রীর জায়গায় একজন নারীকে বেছে নিলেন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: Pahalgam Terror attack:’মন কি বাতে’ পহেলগাঁও হামলার বদলার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সর্বশেষ নারী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এডিথ ক্রেসন। তিনি ১৯৯১ সালের মে মাস থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

একজন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া সম্পর্কে বিশ্লেষকদের মতে, ম্যাক্রঁ সামাজিক সংস্কার বাস্তবায়ন ও নারীদের উন্নয়নে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের বার্তা দেওয়ার চেষ্টা করছেন।

বর্তমানে এলিজাবেথ বর্নির বয়স ৬১ বছর।

এডিথ ক্রেসন জানিয়েছেন, এই সময় একজন মহিলাকেই এই পদের জন্য প্রয়োজন ছিল। আমি জানি এলিজাবেথ বর্নি একজন অসাধারণ মানুষ। অনেক অভিজ্ঞতা আছে ওঁনার। ফ্রান্স সঠিক ব্যক্তিকে বেছেছে।’

২০১৯ সালে বোর্নে যখন পরিবেশ মন্ত্রী ছিলেন তখন তিনি সাইকেলকে পরিবেশবান্ধব নীতি প্রণয়ন করেছিলেন। তিনি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব নেন এবং ইউনিয়নগুলির সঙ্গে আলোচনার তত্ত্বাবধান করেন। যার ফলে বেকারত্ব সমস্যা হ্রাস পায়। তার সময়ে বেকারত্ব ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন ও বেকারত্ব সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।রাজনৈতিক মহলের মতে এলিজাবেথ বর্নি রাষ্ট্রে কাজ কর্ম সম্পর্কে জ্ঞান ম্যাক্রঁকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বর্নি একজন বিচক্ষণ টেকনোক্র্যাট। বর্নির প্রাক্তন এক সহকর্মীর কথায় এলিজাবেথ বর্নি একজন কাজ পাগল মানুষ। ভোর ৩টে পর্যন্ত কাজ করে আবার সকাল ৭ টায় তিনি অফিসে চলে আসতে পারেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন এলিজাবেথ বর্নি

আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন এলিজাবেথ বর্নি। প্রায় তিন দশক পরে দেশটি মহিলা প্রধানমন্ত্রী পেল। সোমবার প্রেসিডেন্ট ম্যাক্রো এই ঘোষণা করেন।

এলিজাবেথ বর্নি এর আগে ফ্রান্সের পরিবেশ, যোগাযোগ ও শ্রম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ৬১ বছর বয়সী এলিজাবেথ বর্তমান প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের স্থলাভিষিক্ত হবেন।

আরও পড়ুন: দাঙ্গা বাধানোর ছক ছিল পাকিস্তানের: প্রধানমন্ত্রী

গত ১৬ মে ফরাসি প্রেসিডেন্টের সরকারি দফতর এলিসি প্রাসাদ থেকে এক বিবৃতিতে সরকারপ্রধান হিসেবে এলিজাবেথ বর্নির নিয়োগের বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন

গত ২৪ এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদে জয়ের পর ফরাসি সরকারে ব্যাপক রদবদল আসবে বলে গুঞ্জন শোনা গিয়েছিল। এর পরে প্রধানমন্ত্রীর জায়গায় একজন নারীকে বেছে নিলেন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: Pahalgam Terror attack:’মন কি বাতে’ পহেলগাঁও হামলার বদলার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সর্বশেষ নারী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এডিথ ক্রেসন। তিনি ১৯৯১ সালের মে মাস থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

একজন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া সম্পর্কে বিশ্লেষকদের মতে, ম্যাক্রঁ সামাজিক সংস্কার বাস্তবায়ন ও নারীদের উন্নয়নে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের বার্তা দেওয়ার চেষ্টা করছেন।

বর্তমানে এলিজাবেথ বর্নির বয়স ৬১ বছর।

এডিথ ক্রেসন জানিয়েছেন, এই সময় একজন মহিলাকেই এই পদের জন্য প্রয়োজন ছিল। আমি জানি এলিজাবেথ বর্নি একজন অসাধারণ মানুষ। অনেক অভিজ্ঞতা আছে ওঁনার। ফ্রান্স সঠিক ব্যক্তিকে বেছেছে।’

২০১৯ সালে বোর্নে যখন পরিবেশ মন্ত্রী ছিলেন তখন তিনি সাইকেলকে পরিবেশবান্ধব নীতি প্রণয়ন করেছিলেন। তিনি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব নেন এবং ইউনিয়নগুলির সঙ্গে আলোচনার তত্ত্বাবধান করেন। যার ফলে বেকারত্ব সমস্যা হ্রাস পায়। তার সময়ে বেকারত্ব ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন ও বেকারত্ব সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।রাজনৈতিক মহলের মতে এলিজাবেথ বর্নি রাষ্ট্রে কাজ কর্ম সম্পর্কে জ্ঞান ম্যাক্রঁকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বর্নি একজন বিচক্ষণ টেকনোক্র্যাট। বর্নির প্রাক্তন এক সহকর্মীর কথায় এলিজাবেথ বর্নি একজন কাজ পাগল মানুষ। ভোর ৩টে পর্যন্ত কাজ করে আবার সকাল ৭ টায় তিনি অফিসে চলে আসতে পারেন।