২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যসাথী কার্ডে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার, নিয়োগ করা হবে পরামর্শদাতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ অগাস্ট ২০২২, শনিবার
  • / 42

পুবের কলম, ওয়েবডেস্ক:  রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিয়ে আসে রাজ্য সরকার। তবে সেই প্রকল্প শুরু হতে না হতেই পরিষেবা সংক্রান্ত একাধিক অভিযোগ আসতে শুরু করে। এমনকী ওঠে দুর্নীতির অভিযোগ। স্বাস্থ্যসাথী কার্ডে ঠিকমতো পরিষেবা মিলছে না, বিল বাড়িয়ে মুনাফা লাভেরও অভিযোগ উঠেছে। এর পরেই রাজ্য সরকার বেশ কিছু হাসপাতালকে জরিমানা করে।

তবে সমস্ত অভিযোগ বন্ধ করতে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। এবার স্বাস্থ্যভবনে পরামর্শদাতা তথা অ্যাডভাইসার নিয়োগ করছে রাজ্য সরকার। সূত্রের খবর, সেই পরামর্শদাতা পদে নিয়োগ করা হবে আইএএস অফিসার সুতীর্থ ভট্টাচার্যকে।

আরও পড়ুন: রাজ্যে আদা ও রসুন চাষে আত্মনির্ভরতা বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। তবে এই ধরনের বিস্তর অনিয়মকে রুখতে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি না নেওয়া হলে সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকী প্রয়োজনে লাইসেন্স বাতিল করারও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সতর্ক করতে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নিজেও একাধিকবার নবান্নে বৈঠক করেছেন।

আরও পড়ুন: দেশে প্রথম: রেশনের চালের পুষ্টিগুণ বজায় রাখতে বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি রাজ্য সরকারের

স্বাস্থ্যসাথী কার্ড একাধিক দুর্নীতির বন্ধ করতে কড়া ব্যবস্থার পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার।

আরও পড়ুন: বেহালায় শিশুমৃত্যুর ঘটনায় পরিবারে পাশে মুখ্যমন্ত্রী, জখম বাবার চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার

সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব সঙ্গে বৈঠকও সারেন জেলাশাসকদের সঙ্গে। মুর্শিদাবাদ থেকে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। মুর্শিদাবাদের পাশাপাশি অন্য জেলা থেকেও দুর্নীতির আঁচ পেয়েই এবার সেই সব অনিয়ম রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। স্বাস্থ্যভবনে পরামর্শদাতা তথা অ্যাডভাইসার নিয়োগ করা হচ্ছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বাস্থ্যসাথী কার্ডে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার, নিয়োগ করা হবে পরামর্শদাতা

আপডেট : ৬ অগাস্ট ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিয়ে আসে রাজ্য সরকার। তবে সেই প্রকল্প শুরু হতে না হতেই পরিষেবা সংক্রান্ত একাধিক অভিযোগ আসতে শুরু করে। এমনকী ওঠে দুর্নীতির অভিযোগ। স্বাস্থ্যসাথী কার্ডে ঠিকমতো পরিষেবা মিলছে না, বিল বাড়িয়ে মুনাফা লাভেরও অভিযোগ উঠেছে। এর পরেই রাজ্য সরকার বেশ কিছু হাসপাতালকে জরিমানা করে।

তবে সমস্ত অভিযোগ বন্ধ করতে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। এবার স্বাস্থ্যভবনে পরামর্শদাতা তথা অ্যাডভাইসার নিয়োগ করছে রাজ্য সরকার। সূত্রের খবর, সেই পরামর্শদাতা পদে নিয়োগ করা হবে আইএএস অফিসার সুতীর্থ ভট্টাচার্যকে।

আরও পড়ুন: রাজ্যে আদা ও রসুন চাষে আত্মনির্ভরতা বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। তবে এই ধরনের বিস্তর অনিয়মকে রুখতে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি না নেওয়া হলে সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকী প্রয়োজনে লাইসেন্স বাতিল করারও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সতর্ক করতে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নিজেও একাধিকবার নবান্নে বৈঠক করেছেন।

আরও পড়ুন: দেশে প্রথম: রেশনের চালের পুষ্টিগুণ বজায় রাখতে বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি রাজ্য সরকারের

স্বাস্থ্যসাথী কার্ড একাধিক দুর্নীতির বন্ধ করতে কড়া ব্যবস্থার পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার।

আরও পড়ুন: বেহালায় শিশুমৃত্যুর ঘটনায় পরিবারে পাশে মুখ্যমন্ত্রী, জখম বাবার চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার

সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব সঙ্গে বৈঠকও সারেন জেলাশাসকদের সঙ্গে। মুর্শিদাবাদ থেকে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। মুর্শিদাবাদের পাশাপাশি অন্য জেলা থেকেও দুর্নীতির আঁচ পেয়েই এবার সেই সব অনিয়ম রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। স্বাস্থ্যভবনে পরামর্শদাতা তথা অ্যাডভাইসার নিয়োগ করা হচ্ছে।