১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কানোয়ার যাত্রায় যোগী সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ সুপ্রিম কোর্টের, সায় দিল কেন্দ্র

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার
  • / 13

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা মহামারির কথা মাথায় রেথে এবছরের কানোয়ার যাত্রা বাতিল করেছে উত্তরাখণ্ড সরকার। কিন্তু উত্তরপ্রদেশ সরকার কানোয়ার যাত্রা স্থগিত রাখেনি। বুধবার সুপ্রিম কোর্ট নোটিস পাঠিয়েছিল যোগী সরকারকে। শুক্রবার শীর্ষ আদালতের আরএফ নরিম্যান ও বিআর গাভাইয়ের বেঞ্চ উত্তরপ্রদেশ প্রশাসনকে জানিয়ে দিল কানোয়ার যাত্রায় অনুমতি দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে। এমনকী ‘প্রতীকী’ যাত্রাও এই পরিস্থিতিতে করা যায় না বলেই জানাল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: ঘৃণা ভাষণ ও বিদ্বেষ কড়া হাতে দমন করুন: সুপ্রিম কোর্ট

এদিন বিচারপতি নরিম্যান জানিয়েছেন, ভারতীয় নাগরিকদের স্বাস্থ্য ও জীবনের অধিকারই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অন্য কোনও ভাবাবেগ, সেটা ধর্মীয় হলেও তা এই সাধারণ মৌলিক অধিকারের মতো গুরুত্ব পাবে না। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, যোগী আদিত্যনাথের সরকার যদি বিষয়টি পুনর্বিবেচনা না করে তাহলে বাধ্যত এবিষয়ে নির্দেশ দেবে বিচারপতিদের বেঞ্চই।

আরও পড়ুন: ওয়াকফ নিয়ে দায়ের নতুন মামলা, গ্রহণই করল না সুপ্রিম কোর্ট

এবছরের কানোয়ার যাত্রা স্থগিত রাখার পক্ষে কেন্দ্রও। শীর্ষ আদালতকে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ভক্তদের হরিদ্বার যাত্রা করতে দেওয়ার অনুমতি না দেওয়াই বাঞ্ছনীয়। তবে দীর্ঘদিন ধরে চলে আসা প্রথার কথা মাথায় রেখে প্রতিটি রাজ্যকেই গঙ্গাজল ট্যাংকে রেখে তা ভক্তদের মধ্যে বিতরণ করার ব্যবস্থা করার আরজিও জানানো হয়েছে।

আরও পড়ুন: সরকার Pegasus ব্যবহার করলে সমস্যা কোথায়? প্রশ্ন সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কানোয়ার যাত্রায় যোগী সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ সুপ্রিম কোর্টের, সায় দিল কেন্দ্র

আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা মহামারির কথা মাথায় রেথে এবছরের কানোয়ার যাত্রা বাতিল করেছে উত্তরাখণ্ড সরকার। কিন্তু উত্তরপ্রদেশ সরকার কানোয়ার যাত্রা স্থগিত রাখেনি। বুধবার সুপ্রিম কোর্ট নোটিস পাঠিয়েছিল যোগী সরকারকে। শুক্রবার শীর্ষ আদালতের আরএফ নরিম্যান ও বিআর গাভাইয়ের বেঞ্চ উত্তরপ্রদেশ প্রশাসনকে জানিয়ে দিল কানোয়ার যাত্রায় অনুমতি দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে। এমনকী ‘প্রতীকী’ যাত্রাও এই পরিস্থিতিতে করা যায় না বলেই জানাল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: ঘৃণা ভাষণ ও বিদ্বেষ কড়া হাতে দমন করুন: সুপ্রিম কোর্ট

এদিন বিচারপতি নরিম্যান জানিয়েছেন, ভারতীয় নাগরিকদের স্বাস্থ্য ও জীবনের অধিকারই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অন্য কোনও ভাবাবেগ, সেটা ধর্মীয় হলেও তা এই সাধারণ মৌলিক অধিকারের মতো গুরুত্ব পাবে না। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, যোগী আদিত্যনাথের সরকার যদি বিষয়টি পুনর্বিবেচনা না করে তাহলে বাধ্যত এবিষয়ে নির্দেশ দেবে বিচারপতিদের বেঞ্চই।

আরও পড়ুন: ওয়াকফ নিয়ে দায়ের নতুন মামলা, গ্রহণই করল না সুপ্রিম কোর্ট

এবছরের কানোয়ার যাত্রা স্থগিত রাখার পক্ষে কেন্দ্রও। শীর্ষ আদালতকে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ভক্তদের হরিদ্বার যাত্রা করতে দেওয়ার অনুমতি না দেওয়াই বাঞ্ছনীয়। তবে দীর্ঘদিন ধরে চলে আসা প্রথার কথা মাথায় রেখে প্রতিটি রাজ্যকেই গঙ্গাজল ট্যাংকে রেখে তা ভক্তদের মধ্যে বিতরণ করার ব্যবস্থা করার আরজিও জানানো হয়েছে।

আরও পড়ুন: সরকার Pegasus ব্যবহার করলে সমস্যা কোথায়? প্রশ্ন সুপ্রিম কোর্টের