পুবের কলম, ওয়েবডেস্ক: রাশিয়ার তেল কেনার জেরে ভারত, চীন এবং ব্রাজিলের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে এগিয়ে আসা এই রাশিয়া-নিষেধাজ্ঞা বিল বর্তমানে দ্বিদলীয় ভোটাভুটির পর্যায়ে যাচ্ছে। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, বিলটির লক্ষ্য হল রাশিয়া থেকে ‘সস্তা তেল’ কিনছে এমন দেশগুলির ওপর আর্থিক চাপ তৈরি করা। তিনি বলেন, “রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য যারা তার জ্বালানি কিনছে তাদের ওপরও শুল্ক আরোপ করা জরুরি।”
বিলটি পাস হলে ভারত, চীন এবং ব্রাজিল থেকে আমদানি হওয়া রাশিয়ান উৎসের তেলের ওপর ৫০০ শতাংশ শুল্ক বসবে বলে জানানো হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিল নিয়ে আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিদেশনীতি পর্যবেক্ষকদের মতে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও গ্লোবাল সাউথের সম্পর্কেও নতুন টানাপোড়েন সৃষ্টি করতে পারে। এদিকে, ভারতীয় কূটনৈতিক মহল সূত্রে জানা গিয়েছে, “ভারত কোনোভাবেই চাপের রাজনীতিতে মাথা নত করবে না।”































