০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

২১শে জুলাই, শহিদ দিবসে ট্যুইট অভিষেকের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ জুলাই ২০২৩, শুক্রবার
  • / 39

পুবের কলম, ওয়েবডেস্ক: আজ কলকাতা জুড়ে ২১শে জুলাইয়ের উন্মাদনা। উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ থেকে বিগত দুই দিন ধরেই আজ তিলত্তমামুখী মানুষ। তৃণমূলের কাছে এক তাৎপর্যপূর্ণ দিন। নেত্রী প্রতিবারই বলে থাকেন, ২১ মানেই এক আবেগ, উন্মাদনার নাম। কাতারে কাতারে মানুষের ভিড়। আজ এই সভার আগেই,’ শহিদ দিবস এক হার না মানার দিন। অত্যাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরে নিজেদের জীবন উৎসর্গ করা ১৩ জন বীর শহিদকে আজ শ্রদ্ধা জানাচ্ছে বাংলা। আমি অনুপ্রাণিত, ন্যায়পরায়ণ সমাজ গড়ার জন্য আমি কাজ করে যাব।’

 

দলের অফিসিয়াল ট্যুইটার পেজ থেকে লেখা হয়, ৩০ বছর আগে গণতন্ত্রের অধিকার তুলে ধরতে গিয়ে ১২ জন সাহসী শহিদ প্রাণ হারান। তাঁদের অদম্য স্পৃহা, সাহস এবং সংগ্রাম আমাদের অনুপ্রেরণা দিয়ে চলেছে। আজ শহিদ দিবসে তাঁদের সাহসী  বলিদানের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।’

 

শহরের বিভিন্ন জায়গায় তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দলের পক্ষ থেকে। শহিদ দিবসের মঞ্চ থেকে আগামী লোকসভা নির্বাচনে লড়াইয়ের কী বার্তা দেন জননেত্রী তার জন্য মুখিয়ে রয়েছে গোটা দেশও।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২১শে জুলাই, শহিদ দিবসে ট্যুইট অভিষেকের

আপডেট : ২১ জুলাই ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আজ কলকাতা জুড়ে ২১শে জুলাইয়ের উন্মাদনা। উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ থেকে বিগত দুই দিন ধরেই আজ তিলত্তমামুখী মানুষ। তৃণমূলের কাছে এক তাৎপর্যপূর্ণ দিন। নেত্রী প্রতিবারই বলে থাকেন, ২১ মানেই এক আবেগ, উন্মাদনার নাম। কাতারে কাতারে মানুষের ভিড়। আজ এই সভার আগেই,’ শহিদ দিবস এক হার না মানার দিন। অত্যাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরে নিজেদের জীবন উৎসর্গ করা ১৩ জন বীর শহিদকে আজ শ্রদ্ধা জানাচ্ছে বাংলা। আমি অনুপ্রাণিত, ন্যায়পরায়ণ সমাজ গড়ার জন্য আমি কাজ করে যাব।’

 

দলের অফিসিয়াল ট্যুইটার পেজ থেকে লেখা হয়, ৩০ বছর আগে গণতন্ত্রের অধিকার তুলে ধরতে গিয়ে ১২ জন সাহসী শহিদ প্রাণ হারান। তাঁদের অদম্য স্পৃহা, সাহস এবং সংগ্রাম আমাদের অনুপ্রেরণা দিয়ে চলেছে। আজ শহিদ দিবসে তাঁদের সাহসী  বলিদানের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।’

 

শহরের বিভিন্ন জায়গায় তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দলের পক্ষ থেকে। শহিদ দিবসের মঞ্চ থেকে আগামী লোকসভা নির্বাচনে লড়াইয়ের কী বার্তা দেন জননেত্রী তার জন্য মুখিয়ে রয়েছে গোটা দেশও।