৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঋণ দেবে না বিশ্বব্যাঙ্ক, আরও বিপদে শ্রীলঙ্কা

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার
  • / 47

FILE PHOTO

পুবের কলম ওয়েবডেস্কঃঅর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার ভরসা এখন বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা। সেগুলো থেকে ঋণ নিয়ে কোনও রকমে শিরদাঁড়া সোজা করার চেষ্টা করছে দেশটি। কিন্তু এরই মধ্যে বিশ্বব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, আপাতত দেশটিকে কোনও ধরনের ঋণ দিচ্ছে না তারা। এতে আরও বিপাকে পড়ে গেল দ্বীপ দেশটি। গত শুক্রবার ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক এ ঋণদাতা প্রতিষ্ঠানটি জানায়, ধসে পড়া অর্থনীতিকে স্থিতিশীল করতে এখন শ্রীলঙ্কার দরকার বড় ধরনের অর্থনৈতিক সংস্কার।

 

আরও পড়ুন: বাংলাদেশের জন্য পাঁচ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর বিশ্বব্যাঙ্কের

যদি দেশটি এক্ষেত্রে কোনও পদক্ষেপ না নেয় তাহলে তাদের পক্ষ থেকে দেশটিকে আর কোনও ঋণ দেওয়া হবে না। এক বিবৃতিতে বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, শ্রীলঙ্কার সংকট এবং জনগণের ওপর এর প্রভাব সম্পর্কে তারা উদ্বিগ্ন। কিন্তু এই পরিস্থিতিতে তাদের পক্ষে এখনই নতুন করে শ্রীলঙ্কাকে সাহায্য করা সম্ভব হচ্ছে না। একটি যথাযথ অর্থনৈতিক নীতি কাঠামো প্রস্তুত না হওয়া পর্যন্ত তারা শ্রীলঙ্কার জন্য নতুন তহবিলের পরিকল্পনা করছে না।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কমাল বিশ্ব ব্যাঙ্ক

 

আরও পড়ুন: রাজ্যের স্ব-নির্ভর গোষ্ঠীগুলির জন্য ঋণ ৩০ হাজার কোটি টাকা

সংস্থাটি অবশ্য জানিয়েছে, ওষুধ, রান্নার গ্যাস, দরিদ্র পরিবারের জন্য নগদ সাহায্যের মতো বিষয়গুলোর সমাধানে বর্তমান ঋণের অধীনেই চেষ্টা করা হচ্ছে। এসব খাতে এখনও পর্যন্ত অন্তত ১৬ কোটি ডলার বিতরণ করা হয়েছে। এ ধরনের আর্থিক সাহায্য অব্যাহত থাকবে। কিন্তু শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতি পাল্টে দেবে, আপাতত তেমন বিশাল পরিমাণ সাহায্যের প্রতিশ্রুতি দেয়নি বিশ্বব্যাঙ্ক।

 

বর্তমানে নজিরবিহীন মন্দার মুখে রয়েছে শ্রীলঙ্কা। গত কয়েক মাস ধরে খাদ্য ও জ্বালানি ঘাটতি, ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, ব্যাপক মূল্যস্ফীতিসহ হাজারো সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন দেশটির ২ কোটি ২০ লক্ষ মানুষ। শ্রীলঙ্কা বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে আর্থিক সহায়তা পাওয়ার আলোচনায় রয়েছে। তবে আইএমএফ কর্মকর্তারা জানিয়েছেন, প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগতে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঋণ দেবে না বিশ্বব্যাঙ্ক, আরও বিপদে শ্রীলঙ্কা

আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃঅর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার ভরসা এখন বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা। সেগুলো থেকে ঋণ নিয়ে কোনও রকমে শিরদাঁড়া সোজা করার চেষ্টা করছে দেশটি। কিন্তু এরই মধ্যে বিশ্বব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, আপাতত দেশটিকে কোনও ধরনের ঋণ দিচ্ছে না তারা। এতে আরও বিপাকে পড়ে গেল দ্বীপ দেশটি। গত শুক্রবার ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক এ ঋণদাতা প্রতিষ্ঠানটি জানায়, ধসে পড়া অর্থনীতিকে স্থিতিশীল করতে এখন শ্রীলঙ্কার দরকার বড় ধরনের অর্থনৈতিক সংস্কার।

 

আরও পড়ুন: বাংলাদেশের জন্য পাঁচ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর বিশ্বব্যাঙ্কের

যদি দেশটি এক্ষেত্রে কোনও পদক্ষেপ না নেয় তাহলে তাদের পক্ষ থেকে দেশটিকে আর কোনও ঋণ দেওয়া হবে না। এক বিবৃতিতে বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, শ্রীলঙ্কার সংকট এবং জনগণের ওপর এর প্রভাব সম্পর্কে তারা উদ্বিগ্ন। কিন্তু এই পরিস্থিতিতে তাদের পক্ষে এখনই নতুন করে শ্রীলঙ্কাকে সাহায্য করা সম্ভব হচ্ছে না। একটি যথাযথ অর্থনৈতিক নীতি কাঠামো প্রস্তুত না হওয়া পর্যন্ত তারা শ্রীলঙ্কার জন্য নতুন তহবিলের পরিকল্পনা করছে না।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কমাল বিশ্ব ব্যাঙ্ক

 

আরও পড়ুন: রাজ্যের স্ব-নির্ভর গোষ্ঠীগুলির জন্য ঋণ ৩০ হাজার কোটি টাকা

সংস্থাটি অবশ্য জানিয়েছে, ওষুধ, রান্নার গ্যাস, দরিদ্র পরিবারের জন্য নগদ সাহায্যের মতো বিষয়গুলোর সমাধানে বর্তমান ঋণের অধীনেই চেষ্টা করা হচ্ছে। এসব খাতে এখনও পর্যন্ত অন্তত ১৬ কোটি ডলার বিতরণ করা হয়েছে। এ ধরনের আর্থিক সাহায্য অব্যাহত থাকবে। কিন্তু শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতি পাল্টে দেবে, আপাতত তেমন বিশাল পরিমাণ সাহায্যের প্রতিশ্রুতি দেয়নি বিশ্বব্যাঙ্ক।

 

বর্তমানে নজিরবিহীন মন্দার মুখে রয়েছে শ্রীলঙ্কা। গত কয়েক মাস ধরে খাদ্য ও জ্বালানি ঘাটতি, ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, ব্যাপক মূল্যস্ফীতিসহ হাজারো সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন দেশটির ২ কোটি ২০ লক্ষ মানুষ। শ্রীলঙ্কা বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে আর্থিক সহায়তা পাওয়ার আলোচনায় রয়েছে। তবে আইএমএফ কর্মকর্তারা জানিয়েছেন, প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগতে পারে।