হাঁচতে হাঁচতে মৃত্যু যুবকের, দেখুন সেই ভাইরাল ভিডিও

- আপডেট : ৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
- / 27
পুবের কলম ওয়েব ডেস্কঃ একেই বলে কপালের ফের! হাঁচতে হাঁচতে মৃত্যু যুবকের। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মীরাটে। সম্প্রতি এমনই এক ভিডিও সামজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।যাতে দেখা যাচ্ছে, চার জন যুবক হেঁটে হেঁটে বাড়ি ফিরছেন। তখনই এক যুবক হঠাৎ হাঁচি দিতে শুরু করে। পর পর দু’ইবার হাঁচি দেওয়ার পর মাটিতে লুটিয়ে পরে সে। বন্ধুরা ভেবেছিলেন তাদের বন্ধু হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেছে।
কিছু সময় অতিক্রম হওয়ার পরেও কোনও সাড়াশব্দ না মেলায় ঘাবড়ে যায় তারা। জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও, সাড়া মেলেনি যুবকের। এমনকি হাত পা ঘষেও কোনও কাজ হয়নি। তারপর স্থানীয় দের সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে তারা। স্থানীয়রা এসে ওই যুবককে উদ্ধার করে। এবং তড়িঘড়ি করে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি পুবের কলম ডিজিটাল।
https://twitter.com/thejamiatimes/status/1599628472712065026?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1599628472712065026%7Ctwgr%5Ed639020cf4393b0f7fa7356a691cf0fe015a51ab%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fyouth-reportedly-died-after-sneezing-in-meerut-dgtl%2Fcid%2F1389701
পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই ওই যুবকের বুকে ব্যথা হচ্ছিল। চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধও খান । যদিও হৃদরোগের বিষয়টি ঠাহর করতে পারেনি তারা। ময়নাতদন্তের পরই তা জানা যায়। এদিকে এই ঘটনায় নেটিজেনদের একাংশ কোভিডের ভ্যাকসিনকে দায়ী করছেন।’ রাত ১১ টা নাগাদ বাড়ি ফিরছিল ওই চার যুবক। সেই সময়ই ঘটনাটি ঘটে বলেই জানা যাচ্ছে।