‘আশার আলো নেই, শুধুই অমাবস্যার অন্ধকার’, বাজেট নিয়ে বীরভূম থেকে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর
- আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
- / 86
পুবের কলম, ওয়েবডেস্ক: দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট পেশের পরেই বীরভূমের সভা থেকে কেন্দ্র সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেটে কোনও আশার আলো দেখাতে পারল না, শুধুই অমাবস্যার অন্ধকার। আজ পর্যন্ত কোনও কথা রাখেনি কেন্দ্রীয় সরকার। ঘটা করে উজ্জ্বলা গ্যাস প্রকল্প শুরু করেছিল। এখন আর উজ্জ্বলা গ্যাস পাওয়া যাচ্ছে না। ক্ষমতা আসার পরে বিজেপি সরকার বলেছিল ২ কোটি লোকের চাকরি দেওয়া হবে। ৪০ শতাংশ চাকরি কমে গেছে। মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেটে একশ্রেণির লাভ হয়েছে, কিন্তু দরিদ্ররা বঞ্চিত হয়েছে। বীরভূম থেকেই তীব্র ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুদ্রাস্ফীতি হয়েছে, আয়কর ছাড় দিয়ে কোনও লাভ নেই। কেন্দ্রের এই বাজেট গরীব বিরোধী। বেকারত্ব দূরীকরণে কোনও প্রস্তাব নেই। বাজেটে খাদ্যের ভর্তুকি কমিয়েছে। গরীবদের রেশনের টাকাও দেবে না এবার।
ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার কথা বলেন সরব হন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, আইসিডিএস তুলে দেওয়ার জন্য বরাদ্দ কমিয়েছে কেন্দ্র। ১০০ দিনের টাকা দেওয়া বন্ধ করেছে। আমরা ভিক্ষা চাইছি না। আমাদের টাকা আমাদের দেওয়া হবে না কেন? মিথ্যা কথা বলা, চরিত্র হনন করা, বদনাম করা এটাই বিজেপির কাজ। মুখ্যমন্ত্রী বলেন, ঘরে টিকটিকি ঢুকলেই এনআইএ পাঠিয়ে দেয়। আমরা জোর করে কোনও জমি অধিগ্রহণ করিনি। বিজেপি শাসিত রাজ্যে ছাড়া অন্য রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে।









































