‘ইরানকে হুমকি দিয়ে লাভ নেই’-আব্দুল্লাহিয়ান

- আপডেট : ১৪ অগাস্ট ২০২২, রবিবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্ক : ‘ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তার দেশের জনগণের সঙ্গে কথা বলতে গিয়ে আমেরিকাকে সতর্কতা দিয়েছেন। প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে হত্যা করার পরিকল্পনা ইরান করেছিল বলে আমেরিকা যে খবর প্রচার করেছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়েই এই সতর্কতা দিয়েছেন আব্দুল্লাহিয়ান।
আব্দুল্লাহিয়ান বলেন, ‘ইতিহাস থেকে আমেরিকার এই শিক্ষা নেওয়া উচিত ছিল যে, ইরান ও ইরানি জনগণের সঙ্গে হুমকির ভাষায় কথা বলে সে কিছুই অর্জন করতে পারেনি।’
ইরানি বিদেশমন্ত্রী বলেন, ‘ওয়াশিংটন বিশ্বকে বিভ্রান্ত করার যে চেষ্টা চালাচ্ছে তা দিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার সন্ত্রাসী অপরাধযজ্ঞকে ধামাচাপা দেওয়া যাবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন অপরাধযজ্ঞে ইরানি নাগরিকসহ হাজার হাজার মানুষ নিহত হয়েছে।’
মার্কিন বিচার বিভাগ গত বুধবার দাবি করে, ইরানের সেনা প্রাক্তন মার্কিন শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে হত্যা করার পরিকল্পনা করেছিল। মার্কিন বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, আইআরজিসির কুদস ফোর্সের প্রাক্তন কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই সম্ভবত জন বোল্টনকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।
তবে এ বিষয়ে ইরান বলছে, জেনারেল সোলাইমানিকে হত্যা করে আমেরিকা যে আন্তর্জাতিক অপরাধ করেছিল তা ধামাচাপা দেওয়ার চেষ্টায় নতুন এই অভিযোগ উত্থাপন করেছে ওয়াশিংটন।