পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এসআইআর আতঙ্কে আবারও মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার মৃত্যু হয়েছে চাটুরিয়া এলাকার প্রবীণ জিয়া আলির। পরিবারের দাবি, সমস্ত নথি সঠিক থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে আতঙ্কে ভুগছিলেন। বারবার আশঙ্কা প্রকাশ করতেন—বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। এই মানসিক চাপের জেরেই তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে বারাসত মেডিকেল কলেজে ভর্তি করানো হলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এনআরএস মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়, সেখানেই মৃত্যু হয় তাঁর।
জিয়া আলির ছেলে জানান, ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল, সব নথিই ঠিকঠাক ছিল, এনুমারেশন ফর্মও পেয়েছিলেন। কিন্তু আশঙ্কা কাটছিল না। ঘটনার খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা সুশান্ত মণ্ডল অভিযোগ করেছেন, বিজেপি নেতাদের বক্তব্যে আতঙ্ক ছড়াচ্ছে, যার ফলে বয়স্করা ভয় পাচ্ছেন।
































