২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টেস্ট রাঙ্কিংয়ে কোহলিকেও পিছনে ফেললেন বাংলাদেশের এই তারকা ব্যাটার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার
  • / 37

পুবের কলম, ওয়েব ডেস্ক: ঘরের মাঠে ভারতের বিপক্ষে সবে দুটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচের দুটিতেই কোহলিদের কাছে হার স্বীকার করেছেন শাকিবরা। তবে ওই টেস্ট সিরিজে  নজরকাড়া পারফরম্যান্স করেছেন জাকির, মিরাজ, লিটনরা। যার পুরস্কারও হাতে নাতে পেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। আইসিসি রাঙ্কিংয়ে দারুণ  উন্নতি করেছেন তিনি। ভারতের বিপক্ষে সিরিজটিতে শেষ ইনিংসের ফিফটিতে সুখবর পেলেন লিটন।

আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের রাঙ্কিংয়ে নিজের কেরিয়ারে সেরা অবস্থানকে স্পর্শ করলেন তিনি। এমনকি পিছনে ফেললেন ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিকে।

আরও পড়ুন: বাংলাদেশে স্টারলিংক চালু

আইসিসি রাঙ্কিংয়ে  দুই ধাপ এগিয়ে লিটন এখন ১২ নম্বরে। যেটা বাংলাদেশের ২২ বছরের টেস্ট ইতিহাসে সেরা। গত মার্চ মাসে দ্বাদশ স্থানে উঠে আসেন তিনি। মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের পরও তার অবস্থান ছিল একই।

আরও পড়ুন: ‘July uprising anniversary’: স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

লিটনের আগে বাংলাদেশের আর কোনও ব্যাটার এতটা ওপরে উঠে আসতে পারেননি। লিটনের আগে বাংলাদেশের সেরা রাঙ্কিংয়ে ১৪তম স্থানে ছিলেন তামিম ইকবাল। মিরপুর টেস্টের আগে লিটনও ১৪ নম্বরে ছিলেন। ভারতের বিপক্ষে টেস্টে ২৫ ও ৭৩ রানের ইনিংস খেলে উঠে আসেন ১২ নম্বরে। সেখানে কোহলি দুই ধাপ নেমে ৬৭৬ রেটিং পয়েন্ট নিয়ে এখন রয়েছেন ১৪ নম্বরে।

আরও পড়ুন: বাংলাদেশে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের ইনিংস খেলে পাঁচ ধাপ এগিয়ে এসেছেন মোমিনুল হক। তার অবস্থান ৬৮তম। চট্টগ্রাম টেস্টে অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসের সেঞ্চুরিতে ৭৭তম স্থানের মাধ্যমে টেস্ট রাঙ্কিংয়ে প্রবেশ করেছিলেন জাকির হাসান।

মিরপুর টেস্টে  হাফ সেঞ্চুরি হাঁকিয়ে তিনি এগিয়েছেন আরও সাত ধাপ। তাদের কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ৯৩ নম্বরে। বোলারদের রাঙ্কিংয়ে ওপরে উঠে এসেছেন বাংলাদেশের তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও শাকিব আল হাসান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টেস্ট রাঙ্কিংয়ে কোহলিকেও পিছনে ফেললেন বাংলাদেশের এই তারকা ব্যাটার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: ঘরের মাঠে ভারতের বিপক্ষে সবে দুটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচের দুটিতেই কোহলিদের কাছে হার স্বীকার করেছেন শাকিবরা। তবে ওই টেস্ট সিরিজে  নজরকাড়া পারফরম্যান্স করেছেন জাকির, মিরাজ, লিটনরা। যার পুরস্কারও হাতে নাতে পেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। আইসিসি রাঙ্কিংয়ে দারুণ  উন্নতি করেছেন তিনি। ভারতের বিপক্ষে সিরিজটিতে শেষ ইনিংসের ফিফটিতে সুখবর পেলেন লিটন।

আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের রাঙ্কিংয়ে নিজের কেরিয়ারে সেরা অবস্থানকে স্পর্শ করলেন তিনি। এমনকি পিছনে ফেললেন ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিকে।

আরও পড়ুন: বাংলাদেশে স্টারলিংক চালু

আইসিসি রাঙ্কিংয়ে  দুই ধাপ এগিয়ে লিটন এখন ১২ নম্বরে। যেটা বাংলাদেশের ২২ বছরের টেস্ট ইতিহাসে সেরা। গত মার্চ মাসে দ্বাদশ স্থানে উঠে আসেন তিনি। মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের পরও তার অবস্থান ছিল একই।

আরও পড়ুন: ‘July uprising anniversary’: স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

লিটনের আগে বাংলাদেশের আর কোনও ব্যাটার এতটা ওপরে উঠে আসতে পারেননি। লিটনের আগে বাংলাদেশের সেরা রাঙ্কিংয়ে ১৪তম স্থানে ছিলেন তামিম ইকবাল। মিরপুর টেস্টের আগে লিটনও ১৪ নম্বরে ছিলেন। ভারতের বিপক্ষে টেস্টে ২৫ ও ৭৩ রানের ইনিংস খেলে উঠে আসেন ১২ নম্বরে। সেখানে কোহলি দুই ধাপ নেমে ৬৭৬ রেটিং পয়েন্ট নিয়ে এখন রয়েছেন ১৪ নম্বরে।

আরও পড়ুন: বাংলাদেশে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের ইনিংস খেলে পাঁচ ধাপ এগিয়ে এসেছেন মোমিনুল হক। তার অবস্থান ৬৮তম। চট্টগ্রাম টেস্টে অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসের সেঞ্চুরিতে ৭৭তম স্থানের মাধ্যমে টেস্ট রাঙ্কিংয়ে প্রবেশ করেছিলেন জাকির হাসান।

মিরপুর টেস্টে  হাফ সেঞ্চুরি হাঁকিয়ে তিনি এগিয়েছেন আরও সাত ধাপ। তাদের কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ৯৩ নম্বরে। বোলারদের রাঙ্কিংয়ে ওপরে উঠে এসেছেন বাংলাদেশের তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও শাকিব আল হাসান।