০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার গোয়ায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অমিত পালেকরকে বেছে নিল আপ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ জানুয়ারী ২০২২, বুধবার
  • / 26

পুবের কলম, ওয়েবডেস্কঃ আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে পঞ্জাবের পরে এবার গোয়ায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। পেশায় আইনজীবী অমিত পালেকরকে সামনে রেখেই গোয়ায় নির্বাচনী ময়দানে লড়তে চায় আপ।

বুধবার গোয়ার রাজধানী পানাজিতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে অমিত পালেকরের নাম ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিল্লির আপ বিধায়ক অতিশি।

আরও পড়ুন: গোয়ায় ফের তৃণমূল! ইঙ্গিত সাকেতের

অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘গোয়ায় এবার পরিবর্তন চাইছে মানুষ।’ উপকূলবর্তী এলাকা থেকে ভালো সাড়া মিলেছে বলেও উল্লেখ করেছেন তিনি।
পঞ্জাবের পরে এবার গোয়ায় ৪০টি আসনে প্রার্থী দিচ্ছে আপ। রাজনৈতিক মহলের কথায়, ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি বলেই অমিত পালেকরকে বেছে নিয়েছে আপ। ওবিসি ভাণ্ডারী সম্প্রদায়ের প্রতিনিধি অমিত পালেকর। গোয়ার ৩৫ শতাংশ ভোটার এই ওবিসি ভাণ্ডারী সম্প্রদায়ের মানুষ।
ওবিসির ভোট টানতে শুধু তাই নয়, সম্প্রতি পুরনো গোয়ায় অবৈধ ভাবে হেরিটেজ ভেঙে দেওয়ার যে অভিযোগ সামনে আসে, তার জন্য অনশনেও বসেছিলেন এই অমিত পালেকর। ৪৬ বছর বয়সী অমিত পালেকর গত বছরের শেষের দিকে, অক্টোবর মাসে যোগ দেন আম আদমি পার্টিতে। এবার সেন্ট ক্রুজ অ্যাসেম্বলি থেকে তাঁকে টিকিট দেওয়া হয়েছে দলের তরফে। বর্তমানে ওই আসন রয়েছে বিজেপির দখলে।

আরও পড়ুন: গোয়ায় কংগ্রেসের বড়সড় ভাঙন,  ১১ বিধায়কের মধ্যে ৮ জনই যোগ দিলেন বিজেপিতে

এদিন কেজরিওয়াল বলেন, ‘দল একজন সৎ মানুষকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেছে নিয়েছে। নিজের সম্প্রদায়ের মানুষের উন্নতির স্বার্থে কী কী করা প্রয়োজন, তা ভালো ভাবেই জানেন অমিত। আমরা এমন একজন মুখ্যমন্ত্রী দেব, যাঁর হৃদয়ে গোয়ার জন্য বিশেষ জায়গা আছে। যিনি জাতি ধর্ম নির্বিশেষে গোয়ার মানুষকে সঙ্গে নিয়ে চলবেন। গোয়ার উত্তরের বাসিন্দা হোক বা দক্ষিণের, প্রত্যেকের জন্য চিন্তা করবেন।’
উল্লেখ্য, আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর হিসেবে ভগবন্ত মানের নাম ঘোষণা করেন আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল জানিয়ে দেন, ৯৩% মানুষ ভগবন্ত মানের পক্ষে ভোট দিয়েছেন।

আরও পড়ুন: গোয়ায় আসন না জিতলেও খালি হাতে ফিরল না তৃণমূল কংগ্রেস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার গোয়ায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অমিত পালেকরকে বেছে নিল আপ

আপডেট : ১৯ জানুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে পঞ্জাবের পরে এবার গোয়ায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। পেশায় আইনজীবী অমিত পালেকরকে সামনে রেখেই গোয়ায় নির্বাচনী ময়দানে লড়তে চায় আপ।

বুধবার গোয়ার রাজধানী পানাজিতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে অমিত পালেকরের নাম ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিল্লির আপ বিধায়ক অতিশি।

আরও পড়ুন: গোয়ায় ফের তৃণমূল! ইঙ্গিত সাকেতের

অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘গোয়ায় এবার পরিবর্তন চাইছে মানুষ।’ উপকূলবর্তী এলাকা থেকে ভালো সাড়া মিলেছে বলেও উল্লেখ করেছেন তিনি।
পঞ্জাবের পরে এবার গোয়ায় ৪০টি আসনে প্রার্থী দিচ্ছে আপ। রাজনৈতিক মহলের কথায়, ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি বলেই অমিত পালেকরকে বেছে নিয়েছে আপ। ওবিসি ভাণ্ডারী সম্প্রদায়ের প্রতিনিধি অমিত পালেকর। গোয়ার ৩৫ শতাংশ ভোটার এই ওবিসি ভাণ্ডারী সম্প্রদায়ের মানুষ।
ওবিসির ভোট টানতে শুধু তাই নয়, সম্প্রতি পুরনো গোয়ায় অবৈধ ভাবে হেরিটেজ ভেঙে দেওয়ার যে অভিযোগ সামনে আসে, তার জন্য অনশনেও বসেছিলেন এই অমিত পালেকর। ৪৬ বছর বয়সী অমিত পালেকর গত বছরের শেষের দিকে, অক্টোবর মাসে যোগ দেন আম আদমি পার্টিতে। এবার সেন্ট ক্রুজ অ্যাসেম্বলি থেকে তাঁকে টিকিট দেওয়া হয়েছে দলের তরফে। বর্তমানে ওই আসন রয়েছে বিজেপির দখলে।

আরও পড়ুন: গোয়ায় কংগ্রেসের বড়সড় ভাঙন,  ১১ বিধায়কের মধ্যে ৮ জনই যোগ দিলেন বিজেপিতে

এদিন কেজরিওয়াল বলেন, ‘দল একজন সৎ মানুষকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেছে নিয়েছে। নিজের সম্প্রদায়ের মানুষের উন্নতির স্বার্থে কী কী করা প্রয়োজন, তা ভালো ভাবেই জানেন অমিত। আমরা এমন একজন মুখ্যমন্ত্রী দেব, যাঁর হৃদয়ে গোয়ার জন্য বিশেষ জায়গা আছে। যিনি জাতি ধর্ম নির্বিশেষে গোয়ার মানুষকে সঙ্গে নিয়ে চলবেন। গোয়ার উত্তরের বাসিন্দা হোক বা দক্ষিণের, প্রত্যেকের জন্য চিন্তা করবেন।’
উল্লেখ্য, আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর হিসেবে ভগবন্ত মানের নাম ঘোষণা করেন আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল জানিয়ে দেন, ৯৩% মানুষ ভগবন্ত মানের পক্ষে ভোট দিয়েছেন।

আরও পড়ুন: গোয়ায় আসন না জিতলেও খালি হাতে ফিরল না তৃণমূল কংগ্রেস