এবার মহাকাশে গেল, আইসক্রিম, চিংড়ি, পাতিলেবু

- আপডেট : ১ সেপ্টেম্বর ২০২১, বুধবার
- / 93
পুবের কলম ওয়েবডেস্কঃ এই পৃথিবী থেকে কয়েক লক্ষ যোজন দূরে মহাকাশে রয়েছেন তাঁরা। কিন্তু তাতে কি মহাকাশে থাকলে কি আইসক্রিম খেতে ইচ্ছে করেনা। এবার মহাকাশচারীদের জন্য পৌঁছে গেল আইসক্রিম, চিংড়ি মাছ, আ্যভোকাডো এবং লেবু।
সব মিলিয়ে দুই হাজার ১৭০ কিলোগ্রাম ওজনেরও বেশি জিনিস। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে গত রবিবার এসব জিনিস নিয়ে মহাকাশে রওনা হয় ধনকুবের এলন মাস্কের সংস্থা ‘স্পেস-এক্স’-এর ‘ফ্যালকন’ রকেট; ভূপৃষ্ঠের ৩৭০ কিলোমিটার ওপরে পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ওই সব জিনিস পৌঁছে দিতে।
স্পেস-এক্সের তরফে জানানো হয়েছে, গত রবিবার ভোর হওয়ার আগেই ‘ড্রাগন’ নামের একটি ক্যাপসুলের মধ্যে ওই সব জিনিস পুরে মহাকাশে রওনা হয়ে যায় অত্যন্ত শক্তিশালী ফ্যালকন রকেট। সোমবার সেসব পৌঁছেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এক দশকেরও কম সময়ে নাসার পাঠানো জিনিসপত্র মহাকাশ স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য এই নিয়ে ২৩ বার মহাকাশে গেল স্পেস-এক্সের শক্তিশালী রকেট। আইসক্রিম, ফল আর নানা ধরনের খাবার পাঠানো হয়েছে মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীদের জন্য।