এবারে সন্ধান মিলল রিয়েল লাইফ ‘মোগলি’র
- আপডেট : ২৩ অক্টোবর ২০২১, শনিবার
- / 17
পুবের কলম ওয়েবডেস্কঃ ‘মোগলি’ চরিত্রটিকে পছন্দ করে না এমন মানুষ হয়ত খুব কমই আছে। কিন্তু এবার বাস্তব জীবনের এক মোগলির খোঁজ পাওয়া গেল। সম্প্রতি আফ্রিকার রুয়ান্ডার জঞ্জিমান এলি নামের এক যুবকের গল্প ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এমনকি এই ‘রিয়েল লাইফ’ মোগলি পরিপাটি হয়ে পিঠে ব্যাগ নিয়ে রীতিমতো যাচ্ছেন স্কুল! জঞ্জিমান আফ্রিকার জঙ্গলে পশুদের সঙ্গে বসবাস করতেন। দীর্ঘদিন জঙ্গলে পশু, পাখিদের সঙ্গে বসবাসের পর তাঁর কর্মকাণ্ড মানুষের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়।
কিন্তু এখন ধীরে ধীরে তাঁর জীবন স্বাভাবিক হচ্ছে। শুধু তাই নয়, তিনি এখন স্কুলে যাওয়াও শুরু করেছেন। ‘দ্য সান ইউকে’ র প্রতিবেদন অনুযায়ী জঞ্জিমান অ্যালি ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন। জন্মের পর তিনি মাইক্রোসেফালি রোগে ভুগছিলেন।যে কারণে তাঁর মুখের গঠন পরিবর্তন হতে থাকে। মাথা শরীরের তুলনায় অনেক ছোট হয়ে যায়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে জঞ্জিমানের চেহারার আরও পরিবর্তন হয়। তাঁকে উত্যক্ত করত অনেকেই।আর এই কারণেই সে জঙ্গলে বসবাস শুরু করেন। কিন্তু একসময় জঞ্জিমানের কথা জানতে পেরে তাকে আবার মানুষের মাঝে ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু হয় এবং সেই প্রচেষ্টা অবশেষে অনেকের সাহায্যে সফলও হয়। জানা যায় এখন এই রিয়েল লাইফ মোগলি পরিবারের সঙ্গে থাকা শুরু করেছেন এবং স্কুলেও যাচ্ছে।