২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার আরও অনুভূতিপ্রবণ হোয়াটসঅ্যাপ, আসছে একগুচ্ছ নয়া ইমোজি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 95

 

পুবের কলম ওয়েবডেস্ক: নিত্যনতুন ফিচার এনে হোয়াটসঅ্যাপকে আরও আকর্ষণীয় করছে মেটা। এবার তাতে সংযোজন নয়া ইমোজি। তার মানে আরোও অনুভূতিপ্রবণ হচ্ছে হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন: জুকারবার্গের বিচার শুরু, হারাতে পারেন ইনস্টা-হোয়াটসঅ্যাপ

 

আরও পড়ুন: জার্মানিতে পার্সেল বিলি করতে আসছে রোবট

যারা চ্যাটিংয়ের সময় খুব বেশি ইমোজি ব্যবহার করেন, তাদের জন্য এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি এবার আরো মজাদার হয়ে উঠতে চলেছে বলে মনে হচ্ছে। আসলে এখন প্রিয়জন-পরিজনের সঙ্গে কথোপকথন হোক বা অন্য কোনোরকম কাজের ব্যাপার যোগাযোগের মাধ্যম হিসেবে বেশিরভাগ স্মার্টফোন ইউজার হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন.

আরও পড়ুন: ক্ষমতায় এসে গোমূত্র দিয়ে বিধানসভার ‘শুদ্ধিকরণ’ কংগ্রেসের

 

আর এই ডিজিটাল যুগে ইমোজি ছাড়া মেসেজ বা চ্যাট যেন নুন ছাড়া তরকারি! স্মাইলি ব্যবহার না করলে যেন এখন ওপারের মানুষকে অনুভূতি ঠিক করে বোঝানোই যায়না।

 

ঠিক এই কারণে কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ অনেকগুলি নতুন ইমোজি যুক্ত করেছিল, যারপর এখন আবার ব্যবহারকারীরা কিছু নতুন ইমোজি উপভোগ করতে পারবেন বলে নিশ্চিত হয়েছে। সোজা কথায় বললে, সম্প্রতি প্ল্যাটফর্মটিতে আরো কিছু নতুন ইমোজি বা স্মাইলি যুক্ত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ইউজাররা ২.২২.৮.৮ আপডেটের সাথে অ্যাপটিতে ২১টি নতুন ইমোজি (কিছু নতুন রঙের হার্ট ইমোজি, পশু ইত্যাদি) পাবেন, যাতে সম্ভবত স্কিন টোন কম্বিনেশন ফিচার থাকবে। এছাড়াও জানা গেছে যে মেটা মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটি ৮টি পুরোনো ইমোজিকে নতুন করে ডিজাইন করেছে। ফলত ইউজাররা সর্বসাকুল্যে মোট ২৯টি নতুন ইমোজি ব্যবহার করে চ্যাটিংয়ের মজা বাড়িয়ে তুলতে পারবেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার আরও অনুভূতিপ্রবণ হোয়াটসঅ্যাপ, আসছে একগুচ্ছ নয়া ইমোজি

আপডেট : ৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: নিত্যনতুন ফিচার এনে হোয়াটসঅ্যাপকে আরও আকর্ষণীয় করছে মেটা। এবার তাতে সংযোজন নয়া ইমোজি। তার মানে আরোও অনুভূতিপ্রবণ হচ্ছে হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন: জুকারবার্গের বিচার শুরু, হারাতে পারেন ইনস্টা-হোয়াটসঅ্যাপ

 

আরও পড়ুন: জার্মানিতে পার্সেল বিলি করতে আসছে রোবট

যারা চ্যাটিংয়ের সময় খুব বেশি ইমোজি ব্যবহার করেন, তাদের জন্য এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি এবার আরো মজাদার হয়ে উঠতে চলেছে বলে মনে হচ্ছে। আসলে এখন প্রিয়জন-পরিজনের সঙ্গে কথোপকথন হোক বা অন্য কোনোরকম কাজের ব্যাপার যোগাযোগের মাধ্যম হিসেবে বেশিরভাগ স্মার্টফোন ইউজার হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন.

আরও পড়ুন: ক্ষমতায় এসে গোমূত্র দিয়ে বিধানসভার ‘শুদ্ধিকরণ’ কংগ্রেসের

 

আর এই ডিজিটাল যুগে ইমোজি ছাড়া মেসেজ বা চ্যাট যেন নুন ছাড়া তরকারি! স্মাইলি ব্যবহার না করলে যেন এখন ওপারের মানুষকে অনুভূতি ঠিক করে বোঝানোই যায়না।

 

ঠিক এই কারণে কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ অনেকগুলি নতুন ইমোজি যুক্ত করেছিল, যারপর এখন আবার ব্যবহারকারীরা কিছু নতুন ইমোজি উপভোগ করতে পারবেন বলে নিশ্চিত হয়েছে। সোজা কথায় বললে, সম্প্রতি প্ল্যাটফর্মটিতে আরো কিছু নতুন ইমোজি বা স্মাইলি যুক্ত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ইউজাররা ২.২২.৮.৮ আপডেটের সাথে অ্যাপটিতে ২১টি নতুন ইমোজি (কিছু নতুন রঙের হার্ট ইমোজি, পশু ইত্যাদি) পাবেন, যাতে সম্ভবত স্কিন টোন কম্বিনেশন ফিচার থাকবে। এছাড়াও জানা গেছে যে মেটা মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটি ৮টি পুরোনো ইমোজিকে নতুন করে ডিজাইন করেছে। ফলত ইউজাররা সর্বসাকুল্যে মোট ২৯টি নতুন ইমোজি ব্যবহার করে চ্যাটিংয়ের মজা বাড়িয়ে তুলতে পারবেন।