হিন্দুত্ববাদীদের হুমকি, মসজিদকে ভেঙে ফেললেন খোদ মুসলিমরাই

- আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 162
পুবের কলম ওয়েবডেস্ক: মুসলিমদের একটি মসজিদকে লক্ষ্যবস্তু বানিয়ে ক্রমাগত হুমকি দিয়ে চলেছে হিন্দুত্ববাদীরা। গ্রামে মসজিদ রাখা যাবে না বলে ফতোয়া জারি করেছে হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা। এমনকি মুসলিমকে ভেঙে ফেলার হুমকিও দিয়েছে তারা। উত্তরপ্রদেশের কুশীনগর জেলার চিন্তামণি গাধিয়া গ্রামের ঘটনা। হিন্দুত্ববাদীদের চাপের মুখে গ্রামের মসজিদ ভেঙে ফেলতে শুরু করেছেন স্থানীয় মুসলিমরা।
সূত্রের খবর, গধিয়া মসজিদ এবং তার সংলগ্ন একটি ইদগাহ বেশ কয়েক বছর আগে সরকারি জমিতে নির্মিত হয়েছিল বলে দাবি করে হিন্দুত্ববাদীরা। সনাতনী সেনা সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন এনিয়ে অভিযোগ দায়ের করে। তারা অভিযোগে উল্লেখ করেছে, মসজিদটি অবৈধভাবে নির্মিত হয়েছে। মসজিদটি রাজস্ব জমিতে দাঁড়িয়ে আছে যা গাতা নম্বর ৬৪৫ এবং ৬৪৮ এর অধীনে তালিকাভুক্ত। এর পরপরই তহসিল অফিস রাজস্ব কোডের ৬৭ ধারায় মসজিদ কর্তৃপক্ষকে উচ্ছেদের নোটিশ জারি করেছে। মার্চ মাসে, মসজিদের প্রবেশদ্বারে একটি চূড়ান্ত নোটিশও সাতিয়ে দেয় ইউপি প্রশাসন। নোটিশে বলা হয়েছে, শিগগিরই বুলডোজার দিয়ে কাঠামোটি ভেঙে ফেলা হবে। যোগী প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে এডিএম আদালত এবং এলাহাবাদ হাইকোর্টের দারস্থ হয় মুসলিম সম্প্রদায়। যদিও আদালতের তরফে কোনও আইনি রক্ষাকবচ দেওয়া হয়নি।
মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় মুসলিমরা যন্ত্রপাতি ও হাতুড়ি দিয়ে মসজিদটি ভাঙতে শুরু করেছে। কমিটির এক সদস্য বলেন, তারা চান না কেউ ঘৃণা ছড়াক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক। তাই নিজেরাই মসজিদ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।