২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝড়খালীতে বাঘ আতঙ্ক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার
  • / 46

Representative image

মুহাম্মদ ফিরোজ– বারুইপুর­ ঝড়খালীর নদী সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা দেওয়ায় আতঙ্ক ছড়ালো এলাকাতে। যদিও বিস্তর খোঁজাখুঁজির পর বন দফতরের অনুমান বাঘটি পুনরায় জঙ্গলে ফেরত চলে গেছে। জানা গেছে– হেড়োভাঙ্গা জঙ্গল থেকে মাতলা নদী পেরিয়ে মঙ্গলবার রাতে বাঘটি ঢুকে পড়ে ঝড়খালি ত্রিদিবনগর এলাকাতে। এরপর মৎস্যজীবীরা বুধবার সকালে নদীতে মাছ ধরতে যাওয়ার সময় তারাই প্রথমে বাঘের পায়ের ছাপ লক্ষ করেন। সঙ্গে সঙ্গে মৎস্যজীবীরা ঝড়খালির বনদফতরের অফিসে খবর দেয়। ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা পৌঁছে বাঘের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু পায়ের ছাপ লক্ষ করে জানতে পারে– যে বাঘটি জঙ্গলে ফেরৎ চলে গেছে। ঘটনা ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। ফলত– সাময়িকভাবে স্বস্তিতে বাসিন্দারা।

 

আরও পড়ুন: ঝড়খালির বেহাল রাস্তা, স্বস্তির বার্তা শোনালেন বিধায়ক

 

আরও পড়ুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝড়খালি সবুজ বাহিনীর উদ্যোগে ম্যানগ্রোভ রোপণ

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঝড়খালীতে বাঘ আতঙ্ক

আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার

মুহাম্মদ ফিরোজ– বারুইপুর­ ঝড়খালীর নদী সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা দেওয়ায় আতঙ্ক ছড়ালো এলাকাতে। যদিও বিস্তর খোঁজাখুঁজির পর বন দফতরের অনুমান বাঘটি পুনরায় জঙ্গলে ফেরত চলে গেছে। জানা গেছে– হেড়োভাঙ্গা জঙ্গল থেকে মাতলা নদী পেরিয়ে মঙ্গলবার রাতে বাঘটি ঢুকে পড়ে ঝড়খালি ত্রিদিবনগর এলাকাতে। এরপর মৎস্যজীবীরা বুধবার সকালে নদীতে মাছ ধরতে যাওয়ার সময় তারাই প্রথমে বাঘের পায়ের ছাপ লক্ষ করেন। সঙ্গে সঙ্গে মৎস্যজীবীরা ঝড়খালির বনদফতরের অফিসে খবর দেয়। ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা পৌঁছে বাঘের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু পায়ের ছাপ লক্ষ করে জানতে পারে– যে বাঘটি জঙ্গলে ফেরৎ চলে গেছে। ঘটনা ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। ফলত– সাময়িকভাবে স্বস্তিতে বাসিন্দারা।

 

আরও পড়ুন: ঝড়খালির বেহাল রাস্তা, স্বস্তির বার্তা শোনালেন বিধায়ক

 

আরও পড়ুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝড়খালি সবুজ বাহিনীর উদ্যোগে ম্যানগ্রোভ রোপণ