লোকসভা থেকে বহিষ্কার: মহুয়া মৈত্রের আবেদনের শুনানি হবে মে মাসে

- আপডেট : ১১ মার্চ ২০২৪, সোমবার
- / 13
পুবের কলম ওয়েব ডেস্ক: গত বছর মেয়াদ ফুরোনোর আগেই লোকসভা থেকে বহিষ্কার করা হয় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে।
অভিযোগ, ব্যবসায়ী হিরানন্দানির কাছ থেকে অর্থ নিয়ে লোকসভায় গৌতম আদানির বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন সাংসদ। এথিক্স কমিটি মহুয়াকে ডেকে তদন্তের নামে অপমান করেছিল বলেও অভিযোগ উঠেছিল। তখনই লোকসভার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। এবার সেই মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী মে মাসে এই মামলার শুনানি হবে। সোমবার মহুয়ার আবেদন নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানায় সুপ্রিম কোর্ট। তাঁর আবেদনের শুনানি হয় বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চে। গত ৩ জানুয়ারি, সুপ্রিম কোর্ট মহুয়ার আবেদনের ভিত্তিতে লোকসভা মহাসচিবের কাছে জবাব চেয়েছিল। কিন্তু লোকসভায় যোগ দেওয়ার অনুমতি দেয় নি। তখন সুপ্রিম কোর্টের যুক্তি ছিল, এটা করলে মহুয়াকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হবে। মহুয়া তার আবেদনে অভিযুক্ত করেছিল, লোকসভার স্পিকার ও লোকসভার এথিক্স কমিটিকে। কিন্তু তাদেরকে নোটিস দেয়নি সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, লোকসভা থেকে মহুয়াকে বের করে দিলেও বিপদের সময় তাঁর পাশে ছিল দল। টিএমসির পক্ষ থেকে রবিবার ফের তাঁকে একই লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। সোমবার হাসি মুখে প্রচারেও বেরিয়েছেন তিনি।