পুবের কলম, ওয়েবডেস্ক: সাত বছর পর অনুষ্ঠিত বালি সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির ভোটে কার্যত একতরফা জয় পেল তৃণমূল কংগ্রেস। সোমবার পর্যন্ত বিরোধী পক্ষের কেউ মনোনয়ন জমা দেওয়ার ফর্ম না তোলায় ৬২টি আসনেই তৃণমূলের প্রার্থীরা জয়ী হতে চলেছেন। ব্যাঙ্ক পরিচালনার ৬২টি আসনের জন্য মোট ৮৭টি ফর্ম তোলা হয়, তবে সবগুলোই তৃণমূলের তরফে। মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য ছিল ২৭ ও ২৮ মে। ৩০ মে স্ক্রুটিনি ও ৩১ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। যদিও বিরোধী কেউ ফর্ম না তোলায় নির্বাচনী লড়াইয়ের আগেই তৃণমূল জয় নিশ্চিত করে ফেলেছে।
তৃণমূলের দাবি, যাতে মনোনয়ন স্ক্রুটিনিতে কোনও সমস্যা না হয়, তাই কিছু আসনে একাধিক প্রার্থী ফর্ম তুলেছেন। হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র জানান, বালির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছেন। বিরোধীরা একজন প্রার্থীকেও দিতে পারেনি, এটা তাদের রাজনৈতিক ব্যর্থতা।
সোমবার জয়ের আনন্দে বালি সমবায় ব্যাঙ্ক চত্বরে সবুজ আবিরে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে বিজয় উৎসব পালন করেন। এই আনন্দে উপস্থিত ছিলেন– হাওড়া সদর যুব তৃণমূল সভাপতি কৈলাশ মিশ্র, হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য রিওয়াজ আহমেদ, প্রাক্তন কাউন্সিলর তফজিল আহমেদ, বালি কেন্দ্রের তৃণমূল সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জেলা তৃণমূল নেতা ভাস্কর গোপাল চট্টোপাধ্যায়-সহ দলের অন্যান্য নেতারা।
































