মর্মান্তিক পথ দুর্ঘটনা উত্তরবঙ্গে, সরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ২০
- আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার
- / 51
পুবের কলম ওয়েবডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনা উত্তরবঙ্গে।সিতাই থেকে শিলিগুড়ির পথে যেতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সরকারি বাসের। দুই গাড়িতেই লেগে যায় আগুন। রবিবারের এই ভয়ঙ্কর দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন৷আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। পুড়ে ছাই হয়ে গিয়েছে বাস ও লরি উভয়ই। স্থানীয়দের তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।
সকাল ৮ টা নাগাদ কয়লা বোঝাই বিরাট ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হতেই দাউ দাউ করে আগুন লেগে যায়। পরে ট্রাকটিও পুড়ে যায়। তড়িঘড়ি স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হত। পরে তারাই দমকলে খবর দেন।শীতের সকাল ঘন কুয়াশার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।