মহাসমারোহে পালিত হল আদিবাসী করম উৎসব

- আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 55
কুতুব উদ্দিন মোল্লা : অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে বুধবার সন্ধ্যায় ক্যানিংয়ের বন্ধুমহল অডিটোরিয়াম মঞ্চে এক জাঁকজমক পূর্ণ ভাবে পালিত হল আদিবাসীদের পবিত্র প্রাচীন “করম উৎসব” পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিন আদিবাসীদের অন্যতম কর্মকর্তা দ্বারা করম গাছ পূজা ও ধামসা মাদল নাচের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পাশাপাশি ভগবান বিরসা মুন্ডা, কার্তিক ওরাং দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আদিবাসী সমাজের বিশিষ্টদের কথায় “এই পৃথিবীর আদিতে এই পৃথিবীর রুপ, রস, গন্ধে তুমি, জলে তুমি, জঙ্গলে তুমি, জমিতে তুমি, হে বীর তুমি প্রকৃতি বক্ষাকারী পৃথিবীর রক্ষাকর্তা।
তোমার নৈষ্ঠিক আরাধনা পৃথিবীর শান্তি রক্ষায় নিয়োজিত, বৃক্ষ আরাধনায় আদিবাসী সমাজ আদিকাল থেকে সদা প্রচেষ্টারত তাই তারা করম, সহরাই এর বহুবিধ পূজার আয়োজন করেছিলেন। তারা বুঝেছিলেন এই বৃক্ষ একমাত্র পৃথিবী রক্ষা করতে পারে সেই বৃক্ষ পূজারী আদিবাসী করম পূজার মাধ্যমে প্রকৃতিকে সম্মান জানানো। আধুনিকতার বেড়াজালে এখন আদিবাসীদের এই অরণ্যের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের কে ধ্বংস করা হচ্ছে। তাদের সংস্কৃতি, ধর্ম, অধিকার, ছলে বলে হরণ করা হচ্ছে।
যারা এই আদিবাসী সমাজকে ধ্বংস করছেন তাঁরা নিজেরাও জানেনা যে তাঁরা ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছেন। তাই প্রকৃতি রক্ষার্থে আদিবাসী অধিকার সংস্কৃতি, কৃষ্টি, ভাষা ও সমাজ বাঁচানোর প্রচেষ্টা চালাতেই হবে আমাদেরকে”। অন্যদিকে ক্যানিংয়ের বন্ধুমহলে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে ও করম উৎসব পালিত হয়। এদিন আয়োজিত করম উৎসব উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের আদিবাসীরা উপস্থিত ছিলেন।
সারারাত চলে আদিবাসী সমাজের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি বাসুদেব সরদার, সম্পাদক বকুল সরদার, করম পুজা কমিটির সভাপতি বিষ্ণুপদ সরদার, গোসাবা ব্লক সম্পাদক কিনু সরদার, সুন্দরবন আদিবাসী বিরসা মুন্ডা উন্নয়ণ সমিতির সহ সম্পাদক প্রশান্ত মাহাতো, আদিবাসী বিকাশ পরিষদের বাসন্তী ব্লক সভাপতি গোবিন্দ সরদার, করম পুজা কমিটির ক্যাশিয়ার গোবিন্দ সরদার, এসটি-এসসি জয়েন্ট ফোরামের সদস্য চন্দন মাহাতো, আদিবাসী বিকাশ পরিষদের বাসন্তী ব্লক সহ সভাপতি স্বপন সরদার, সমাজসেবী শরৎ মাহাতো, সহদেব সরদার, স্বপন মাহাতো পরিতোষ মুন্ডা সহ অন্যান্য বিশিষ্টরা।