‘SIR ভয় দেখানোর অস্ত্র’, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘৃণার রাজনীতির ফল বলছে তৃণমূল
- আপডেট : ২ নভেম্বর ২০২৫, রবিবার
- / 99
পুবের কলম, ওয়েবডেস্ক: পানিহাটি, ইলামবাজার, টিটাগড়ের পর এবার পূর্ব বর্ধমানের জামালপুর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর আতঙ্ক ও উৎকণ্ঠাকে নিয়ে একটি নতুন বিতর্ক সোশাল মিডিয়ায় জ্বলছে। তৃণমূল কংগ্রেসের প্রচারণা-চলাচলে সক্রিয় সূত্রগুলো শোকাবেগে লিখে চলেছে, “বিজেপির ভয় ও ঘৃণার রাজনীতির ফলেই আরেকটি প্রাণ হারাল”,এমন অভিযোগ তুলেছে তারা।
সোশ্যাল পোস্টগুলোতে তালিকাভুক্ত কয়েকটি কেস উল্লেখ করা হয়েছে, পানিহাটির প্রদীপ কর-এর আত্মহত্যা, দিনহাটায় বৃদ্ধের আত্মহত্যাচেষ্টা, ইলামবাজারের ক্ষিতীশ মজুমদার-এর মৃত্যু এবং সাম্প্রতিক জামালপুরের নবগ্রাম অঞ্চলের পরিযায়ী শ্রমিক বিমল সাঁতরা-র মেয়ের দাবি—এসব ঘটনায় SIR-এর ভীতি কাজ করেছে। পোস্টটিতে বলা হয়েছে, “SIR-কে আতঙ্ক ছড়াতে এবং মানুষের উচ্ছেদকে সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে; এটা জনগণের নাগরিকত্ব ও অধিকারকে প্রশ্নবিদ্ধ করে।”
তৃণমূল সোশ্যাল মিডিয়ায় আরও জোর দিয়ে বলেছে, এসআইআর এখন ‘ভয় দেখানোর অস্ত্র’,জনগণকে বিভ্রান্ত করে দুর্বল করা এবং ভোটের আগে নির্দিষ্ট সমুদায়কে নিশানা করা হচ্ছে বলে তাদের বক্তব্য। একইসঙ্গে তারা প্রশাসনের কাছে কড়া প্রতিক্রিয়া দাবি করছে এবং SIR-এর ওপর পুনর্বিবেচনার অনুরোধ লক্ষণীয়।













































