কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ

- আপডেট : ২৭ মে ২০২৫, মঙ্গলবার
- / 243
আবদুল ওদুদ : আগামী ১৯ জুন নদীয়ার কালীগঞ্জ বিধানসভায় অনুষ্ঠিত হবে। উপনির্বাচন সেই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল অল ইন্ডিয়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকালে তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলন করে জয়প্রকাশ মজুমদার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করলেন কালীগঞ্জ উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে আলিফা আহমেদকে।তিনি মরহুম নাসির উদ্দিন আহমেদের কন্যা ।উচ্চশিক্ষিত জেলায় যথেষ্ট সুনাম রয়েছে আলিফার। রাজনীতিতে পদার্পণ পিতার হাত ধরেই। তিনি জেলা পরিষদের মেম্বারও ছিলেন।
প্রসঙ্গত নাসির উদ্দিন সাহেব ফেব্রুয়ারি মাসে ইন্তেকাল করেন। সেই আসনে নির্বাচন কমিশন উপনির্বাচনের কথা ঘোষণা করেছে।নাসির উদ্দিন আহমেদ নদিয়া জেলা অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ। জনপ্রিয়তা ব্যাপক ।২০২১ বিধানসভা নির্বাচনে ৫৩ শতাংশ ভোট পেয়েছিলেন। ৪৭ হাজারও বেশি ভোটে তিনি জয়ী হন। জনপ্রিয়তার কথা বিবেচনা করে তৃণমূল কংগ্রেস নাসিউদ্দিন-এর পরিবারের প্রতি ভরসা রাখলেন । আলিফা তাঁর পিতার হাত ধরে জেলায় অনেক সামাজিক কাজ করেছেন আগামী দিনেও সেই ধারা অব্যাহত থাকবে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, আবারও রেকর্ড পরিমাণে কালীগঞ্জের মানুষ আলিফা আহমেদকে জয়ী করবেন এবং বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।