দলীয় বৈঠক ছেড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত ক্যানিংয়ের পঞ্চায়েতের তৃণমূল সদস্য

- আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, শনিবার
- / 290
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য।ক্যানিং পূর্ব বিধানসভার নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি এবং পঞ্চায়েত সদস্য বাবুলাল লস্কর ও তার এক সঙ্গী কে মারধর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।
আহত পঞ্চায়েত সদস্য শনিবার বলেন, আগামী রবিবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার জনসভা রয়েছে শোনপুর এলাকায়।তাঁর প্রস্তুতি বৈঠক ছিল শুক্রবার রাতে।আর সেই বৈঠক সেরে রাত ১১ টা নাগাদ বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাঁর রাস্তা আটকে মারধর করে। ঘটনায় গুরুতর জখম হয় তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য সহ তাঁর এক অনুগামী। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘুটিয়াশরিফ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানাতরিত করা হয়।সেখানেই চিকিৎসা চলছে তাঁর শনিবার।তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।