২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সোশাল মিডিয়ায় তৃণমূলের ২১ জুলাইয়ের প্রচার শুরু, প্রকাশ্যে পোস্টার

পুবের কলম ওয়েবডেস্ক: ২১ জুলাইয়ের প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। সোশাল মিডিয়ায় প্রচার শুরু তৃণমূলের। দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের কভার ফটোও বদলে ফেলা হয়েছে। এই পোস্টারটিই শহিদ দিবসের পোস্টার ও ব্যানার হিসেবে ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে।

তৃণমূল যুব কংগ্রেস নতুন ছবিটি প্রকাশ করেছে। তাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। পিছনে সেই অভিশপ্ত দিনের ছবি। সঙ্গে তৃণমূলের লোগো লাগানো পতাকা। পাশে ‘ধর্মতলা চলো’র ডাক।

আরও পড়ুন: দিলীপ ঘোষের আক্রমণের নিশানায় হুমায়ুন কবীর

শনিবার ভবানীপুরে ২১ জুলাই নিয়ে বৈঠকে বসেছেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সী। দলের সমস্ত জেলার সভাপতি, জেলা চেয়ারম্যান ও বীরভূম এবং উত্তর কলকাতা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যরা।  ডাকা হয়েছে দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা ও মন্ত্রীকেও।

আরও পড়ুন: গাড়িতে বাইকের ঘষা লাগায় রাগ! ধাওয়া করে দুই ডেলিভারি বয়কে পিষে মারল দম্পতি

গত কয়েক বছরের মতো এবারও রাজ্য কমিটির তরফে দেওয়া সিডি মেনেই পোস্টার ও ব্যানার করার নির্দেশ। দলীয় কমিটির নামেই ওই ব্যানার হবে। কোনও ব্যক্তির নাম দিয়ে ব্যানার বা পোস্টার করা যাবে না। সেক্ষেত্রে নতুন এই ছবিটি ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

অন্যান্য বারের মতোই সল্টলেক স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর ছাড়াও উত্তর কলকাতার বিভিন্ন ধর্মশালা ও একাধিক কমিউনিটি হলেও দু’দিন আগে থেকে জেলার কর্মীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে। হাওড়া ও শিয়ালদহ স্টেশনে প্রতিবারের মতো

এবারও পৃথক কাউন্টার খুলে সেখান থেকে কর্মীদের বিভিন্ন অস্থায়ী কেন্দ্রে পাঠানো হবে। ২১ জুলাই সমাবেশের দিন ধর্মতলাকে ঘিরে হেলথ ইউনিট এবং স্বেচ্ছাসেবকদের যে বাহিনী নামানো হবে তা নিয়েও আজ প্রস্তুতি বৈঠকে জানিয়ে দেবেন রাজ্য সভাপতি।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচারের গাইডলাইন বেঁধে দেবেন বলেই মত রাজনৈতিক মহলের। শহিদ দিবস থেকেই দলের নির্বাচনী প্রচারের ঢাকে কাঠি পড়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

ট্যাগ :
সর্বধিক পাঠিত

গ্যাংস্টার দুবের জীবনী নিয়ে ওয়েব সিরিজ, ‘সামাজিক মর্যাদা ক্ষুণ্ন’ হওয়ার আশঙ্কায় হাইকোর্টে স্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোশাল মিডিয়ায় তৃণমূলের ২১ জুলাইয়ের প্রচার শুরু, প্রকাশ্যে পোস্টার

আপডেট : ১৪ জুন ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ২১ জুলাইয়ের প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। সোশাল মিডিয়ায় প্রচার শুরু তৃণমূলের। দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের কভার ফটোও বদলে ফেলা হয়েছে। এই পোস্টারটিই শহিদ দিবসের পোস্টার ও ব্যানার হিসেবে ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে।

তৃণমূল যুব কংগ্রেস নতুন ছবিটি প্রকাশ করেছে। তাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। পিছনে সেই অভিশপ্ত দিনের ছবি। সঙ্গে তৃণমূলের লোগো লাগানো পতাকা। পাশে ‘ধর্মতলা চলো’র ডাক।

আরও পড়ুন: দিলীপ ঘোষের আক্রমণের নিশানায় হুমায়ুন কবীর

শনিবার ভবানীপুরে ২১ জুলাই নিয়ে বৈঠকে বসেছেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সী। দলের সমস্ত জেলার সভাপতি, জেলা চেয়ারম্যান ও বীরভূম এবং উত্তর কলকাতা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যরা।  ডাকা হয়েছে দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা ও মন্ত্রীকেও।

আরও পড়ুন: গাড়িতে বাইকের ঘষা লাগায় রাগ! ধাওয়া করে দুই ডেলিভারি বয়কে পিষে মারল দম্পতি

গত কয়েক বছরের মতো এবারও রাজ্য কমিটির তরফে দেওয়া সিডি মেনেই পোস্টার ও ব্যানার করার নির্দেশ। দলীয় কমিটির নামেই ওই ব্যানার হবে। কোনও ব্যক্তির নাম দিয়ে ব্যানার বা পোস্টার করা যাবে না। সেক্ষেত্রে নতুন এই ছবিটি ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: পার্ক স্ট্রিটের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২

অন্যান্য বারের মতোই সল্টলেক স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর ছাড়াও উত্তর কলকাতার বিভিন্ন ধর্মশালা ও একাধিক কমিউনিটি হলেও দু’দিন আগে থেকে জেলার কর্মীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে। হাওড়া ও শিয়ালদহ স্টেশনে প্রতিবারের মতো

এবারও পৃথক কাউন্টার খুলে সেখান থেকে কর্মীদের বিভিন্ন অস্থায়ী কেন্দ্রে পাঠানো হবে। ২১ জুলাই সমাবেশের দিন ধর্মতলাকে ঘিরে হেলথ ইউনিট এবং স্বেচ্ছাসেবকদের যে বাহিনী নামানো হবে তা নিয়েও আজ প্রস্তুতি বৈঠকে জানিয়ে দেবেন রাজ্য সভাপতি।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচারের গাইডলাইন বেঁধে দেবেন বলেই মত রাজনৈতিক মহলের। শহিদ দিবস থেকেই দলের নির্বাচনী প্রচারের ঢাকে কাঠি পড়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।