পুবের কলম, ওয়েব ডেস্ক: শুল্কযুদ্ধের জেরে আমেরিকা ও চিনের সম্পর্ক ক্রমেই জটিল হচ্ছে। এর প্রভাব পড়ছে উভয় দেশের অর্থনীতি ও রাজনীতিতে। এই প্রেক্ষাপটেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে টেলিফোনে আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথোপকথনকে তিনি “খুবই কাজের” বলে উল্লেখ করেন।
ট্রাম্প জানিয়েছেন, ২০২৬ সালের গোড়াতেই তিনি চিন সফরে যাবেন। আলোচনায় বাণিজ্য যুদ্ধ ছাড়াও নেশাজাত দ্রব্য পাচার, ইউক্রেন যুদ্ধ এবং টিকটক নিয়ে বোঝাপড়ার বিষয়ও উঠে এসেছে। ট্রুথ সোশালে ট্রাম্প দাবি করেন, শি নিজেই এ বছরের শেষে দক্ষিণ কোরিয়ায় এপিইসি সম্মেলনের সময় একান্ত সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেছেন।
এদিকে ট্রাম্পের শুল্ক নীতির পাল্টা জবাব দিয়েছে চিন। আমেরিকার পণ্যে আমদানি শুল্ক বসিয়ে চাপে ফেলেছে মার্কিন উৎপাদকদের। বিশেষ করে সয়াবিন ও ভুট্টা চাষিদের অবস্থা সঙ্গিন হয়ে উঠেছে। চিন এ দুই কৃষিপণ্যের অন্যতম বড় ক্রেতা হওয়ায় বাজার প্রায় থমকে গেছে।
শুল্ক বাড়ায় সরঞ্জাম আমদানির খরচও বেড়েছে। তাছাড়া ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী টিকটকের মতো বিদেশি অ্যাপের মার্কিন শাখার মালিকানা আমেরিকানদের হাতেই থাকতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি টিকটক ব্যবহারকারী রয়েছেন, যা বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তুলেছে।

































