স্টেট ডিপার্টমেন্টের আরও ১৩০০ কর্মীকে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

- আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার
- / 119
পুবের কলম, ওয়েব ডেস্ক: শুক্রবার আরও ১ হাজার ৩০০-এর বেশি কর্মীকে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন।
ঊর্ধ্বতন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, দেশে নিযুক্ত ১ হাজার ১০৭ জন বেসামরিক কর্মচারী এবং ২৪৬ জন বিদেশি সেবা কর্মকর্তাকে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়েছে।
যদিও এই পদক্ষেপ আমেরিকার বৈশ্বিক নেতৃত্ব ও বিদেশে হুমকি মোকাবেলার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলেই মনে করছে একাংশ। তবে অনেকের মতে ট্রাম্প প্রশাসনের একটি বড় ধরনের পুনর্গঠন পরিকল্পনার অংশ।
নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদগুলো “বিলুপ্ত” করা হয়েছে এবং কর্মীদের বিকেল ৫টার মধ্যে স্টেট ডিপার্টমেন্ট সদর দফতরে প্রবেশাধিকার, ইমেইল এবং শেয়ারড ড্রাইভ ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া হবে।