২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কাবুল বিমানবন্দরে কাজে ফিরলেন ১২ জন আফগান মহিলা

পুবের কলম
  • আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার
  • / 41

পুবের কলম ওয়েবডেস্কঃ কাবুল বিমানবন্দরে নিজেদের কর্মক্ষেত্রে ফিরলেন ১২ জন আফগান মহিলা। তালিবানরা কাবুলের দখল নেওয়ার প্রায় একমাস পর এই মহিলারা কাজে যোগ দিলেন।

১৫ আগস্টের আগে কাবুল বিমানবন্দরে ৮০ জন কাজ করলেও বর্তমানে ফিরেছেন মাত্র ১২ জন। ক্ষমতা গ্রহণের পর থেকেই অবশ্য তালিবানের পক্ষ থেকে সাধারণ মানুষকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে এবং শুরু থেকেই মেয়েদেরও কাজে যোগ দিতে বলা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছে যে, মহিলারা হিজাব পরে বাইরে বের হতে পারবেন এবং নিজেদের কর্মক্ষেত্রেও ফিরতে পারবেন।

তালিবানের এমন আশ্বাস পাওয়ার পর অনেক মহিলারা এখন কাজে ফেরার সাহস পাচ্ছেন। তালিবান আফগানিস্তান দখলের আগে বিমানবন্দরে কাজ করতেন রাবিয়া জামাল নামের এক নারী। তালিবান নতুন সরকার গঠনের পর তিনি এক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। তিনিও আবার কাজে ফিরেছেন। তিন সন্তানের জননী এই মহিলা সংবাদ সংস্থা কে বলছেন, তার আসলে আর কিছুই করার নেই।
রাবিয়া বলেন, আমার পরিবারের জন্য আমাকে অর্থ উপার্জন করতে হবে। গাঢ় নীল রঙের বোরখা পরে মুখ ঢেকে রেখেছেন তিনি। তিনি বলেন, বাড়িতে বসে থেকে আমার খুব চিন্তা হচ্ছিল। আমার খুব খারাপ লাগছিল।

মহিলা বিমানযাত্রীদের বিমানে ওঠার আগে তল্লাশি নেওয়ার দায়িত্বে ছিলেন এই মহিলারা। নিজেদের মধ্যে৷ গল্প করতে কথা বলতেও দেখা যায় তাদের।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাবুল বিমানবন্দরে কাজে ফিরলেন ১২ জন আফগান মহিলা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ কাবুল বিমানবন্দরে নিজেদের কর্মক্ষেত্রে ফিরলেন ১২ জন আফগান মহিলা। তালিবানরা কাবুলের দখল নেওয়ার প্রায় একমাস পর এই মহিলারা কাজে যোগ দিলেন।

১৫ আগস্টের আগে কাবুল বিমানবন্দরে ৮০ জন কাজ করলেও বর্তমানে ফিরেছেন মাত্র ১২ জন। ক্ষমতা গ্রহণের পর থেকেই অবশ্য তালিবানের পক্ষ থেকে সাধারণ মানুষকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে এবং শুরু থেকেই মেয়েদেরও কাজে যোগ দিতে বলা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছে যে, মহিলারা হিজাব পরে বাইরে বের হতে পারবেন এবং নিজেদের কর্মক্ষেত্রেও ফিরতে পারবেন।

তালিবানের এমন আশ্বাস পাওয়ার পর অনেক মহিলারা এখন কাজে ফেরার সাহস পাচ্ছেন। তালিবান আফগানিস্তান দখলের আগে বিমানবন্দরে কাজ করতেন রাবিয়া জামাল নামের এক নারী। তালিবান নতুন সরকার গঠনের পর তিনি এক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। তিনিও আবার কাজে ফিরেছেন। তিন সন্তানের জননী এই মহিলা সংবাদ সংস্থা কে বলছেন, তার আসলে আর কিছুই করার নেই।
রাবিয়া বলেন, আমার পরিবারের জন্য আমাকে অর্থ উপার্জন করতে হবে। গাঢ় নীল রঙের বোরখা পরে মুখ ঢেকে রেখেছেন তিনি। তিনি বলেন, বাড়িতে বসে থেকে আমার খুব চিন্তা হচ্ছিল। আমার খুব খারাপ লাগছিল।

মহিলা বিমানযাত্রীদের বিমানে ওঠার আগে তল্লাশি নেওয়ার দায়িত্বে ছিলেন এই মহিলারা। নিজেদের মধ্যে৷ গল্প করতে কথা বলতেও দেখা যায় তাদের।