তেলেঙ্গানায় আত্মঘাতী দুই নিট পরীক্ষার্থী

- আপডেট : ৬ মে ২০২৫, মঙ্গলবার
- / 121
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের নিট পরীক্ষার্থীর মৃত্যু। পরীক্ষায় ভাল ফল না হওয়ার আশঙ্কা থেকে ওই দুই পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর। মৃত পড়ুয়াদের নাম জঙ্গা পূজা এবং রহি মনোজ কুমার। দু’জনেই তেলেঙ্গানার বাসিন্দা। পূজার বাড়ি জাগতিয়াল জেলায় আর মনোজ আদিলাবাদ জেলার বাসিন্দা। দু’জনেই নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ৪ মে নিট পরীক্ষা হয়। তাতে বসেছিলেন তাঁরা। পূজার পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে প্রথমবার নিট পরীক্ষায় দেন পূজা। কিন্তু সে বছর পাশ করতে পারেননি। এরপর একটি কোচিং ক্লাসে ভর্তি হন তিনি। এবছর পরীক্ষাও দিয়েছিলেন। রেজাল্ট খারাপ হওয়ায় আশঙ্কায় পরীক্ষার দু’দিনের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে সূত্রের খবর।
অন্যদিকে, মনোজ এবছরই প্রথম নিট পরীক্ষায় বসেছিলেন। ছোট থেকেই লেখাপড়ায় ভাল ছিলেন মনোজ। বাবা পেশায় শিক্ষক হওয়ায় বাড়িতে পড়াশোনার পরিবেশও ছিল। নিট পরীক্ষা দেওয়ার জন্য হায়দরাবাদে কোচিংও নিয়েছিলেন মনোজ। পরীক্ষার পর সোমবার বাড়ি ফিরে আসেন। বাড়িতেই গলায় দড়ি দেন বলে পরিবার সূত্রে খবর।
গত রবিবার দেশজুড়ে নিট পরীক্ষা আয়োজিত হয়। পরীক্ষার আগের দিন অর্থাৎ শনিবার মধ্যপ্রদেশের এক তরুণী আত্মহত্যা করেন। এদিকে কোটায় গত চার মাসে ১৪ জন নিট পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। গতবছরও ১৭ জন পড়ুয়ার মৃত্যু হয়েছিল। পড়ুয়া মৃত্যুতে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ভাল রেজাল্টের প্রত্যাশা পূরণ করতে না পেরেই কী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে নতুন পড়ুয়ারা? নাকি রয়েছে পরিবার বা কোচিং সেন্টারের চাপ? প্রশ্ন থাকলেও উত্তর অধরা।