১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, নিহত চার পাইলট

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক: দক্ষিণ কোরিয়ায় দুই বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই বিমানের চার পাইলট নিহত হয়েছেন।দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর রেফারেন্সে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, কেটি-১ মডেলের দুটি প্রশিক্ষণ বিমান দক্ষিণ-পূর্ব শহর সাচিওনের পর্বতে ভেঙে পড়ে। দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার তাদের দুটি বিমানের মধ্যে মুখোমুখি মধ্য আকাশে সংঘর্ষ হয়। পরে বিমান দুটি পাহাড়ে বিধ্বস্ত হয়। বিমান বাহিনী জানিয়েছে, জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন পাইলটরা। তারপরও দুই শিক্ষানবিস পাইলট এবং দুইজন ফ্লাইট উপদেশক (ইন্সট্রাক্টর) নিহত হয়েছেন। সংঘর্ষের কারণ জানতে একটি তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

 

আরও পড়ুন: Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

 

আরও পড়ুন: আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড: রাজ্যজুড়ে “উত্তরাখণ্ড বন্ধ”-এর ডাক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, নিহত চার পাইলট

আপডেট : ১ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: দক্ষিণ কোরিয়ায় দুই বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই বিমানের চার পাইলট নিহত হয়েছেন।দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর রেফারেন্সে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, কেটি-১ মডেলের দুটি প্রশিক্ষণ বিমান দক্ষিণ-পূর্ব শহর সাচিওনের পর্বতে ভেঙে পড়ে। দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার তাদের দুটি বিমানের মধ্যে মুখোমুখি মধ্য আকাশে সংঘর্ষ হয়। পরে বিমান দুটি পাহাড়ে বিধ্বস্ত হয়। বিমান বাহিনী জানিয়েছে, জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন পাইলটরা। তারপরও দুই শিক্ষানবিস পাইলট এবং দুইজন ফ্লাইট উপদেশক (ইন্সট্রাক্টর) নিহত হয়েছেন। সংঘর্ষের কারণ জানতে একটি তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

 

আরও পড়ুন: Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

 

আরও পড়ুন: আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান