৩৪ বছরে ৫৭ বার বদলি, অবসর নিলেন আপোসহীন আইএএস খেমকা

- আপডেট : ১ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 19
পুবের কলম, ওয়েবডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে আপোস করেননি। কোনওরকমের রাজনৈতিক চাপের কাছেও মাথা নত করেননি। চাকরি জীবনে তিনি বরাবর চর্চায় থেকেছেন আইএএস অফিসার অশোক খেমকা। ৩৪ বছরের কর্মজীবনে ৫৭ বার বদলি করা হয়েছে দুঁদে আইএএসকে। অবশেষে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করলেন ১৯৯১ ব্যাচের হরিয়ানা ক্যাডারের আইএএস অফিসার অশোক খেমকা।
পদবী খেমকা হলেও, ১৯৬৫ সালের ৩০ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন অশোক। বাবা শঙ্করলাল খেমকা ছিলেন জুট মিলের কর্মী। ১৯৮৮ সালে আইআইটি খড়্গপুর থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে বি টেক করেন তিনি৷ এরপর টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ থেকে কম্পিউটার সায়েন্স নিয়েই পিএইচডি করেন৷ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স নিয়ে এমবিএ-ও করেন তিনি৷ চাকরিজীবনের মধ্যেই পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেন খেমকা।
দুর্নীতির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছেন বার বার। আর তার জেরেই বার বার বদলির খাঁড়া নেমে এসেছে খেমকার ঘাড়ে। আর এই ব্যতিক্রমী কর্মজীবনের দরুণই গায়ে সেঁটে গিয়েছে ‘সবচেয়ে বেশিবার বদলি হওয়া সিভিল সার্ভেন্টে’ তকমা। দীর্ঘ কর্মজীবনে প্রতি ছ’মাস অন্তর বদলি হতে হয় অফিসার খেমকাকে। গত বছরের ডিসেম্বর মাসে হরিয়ানা সরকারের অতিরিক্ত পরিবহণ সচিবের পদে বসানো হয়েছিল তাঁকে। ২০১২ সালে প্রথমবার সংবাদ শিরোনামে আসেন দুঁদে এই আইএএস অফিসার। গুরুগ্রামে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধির জামাই এবং প্রিয়ঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরার একটি জমির মিউটেশন বাতিল করে দেন তিনি৷