২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অসচেতনতার বলি, উচ্চ ভোল্টের বিদ্যুৎ খুঁটি থেকে পড়ে মৃত্যু যুবকের

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ জুলাই ২০২২, বুধবার
  • / 75

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ উচ্চ ভোল্টের বিদ্যুৎ খুঁটি থেকে পড়ে মৃত্যু হল যুবকের।বসিরহাটের মাটিয়া থানার বিবিপুর বেগমপুর গ্রাম পঞ্চায়েতের নগর কচুয়া বাজারের ঘটনা। মৃত বছর ৩০এর কারিমুল্লা মন্ডল, বাড়ি ফরিদপুরে এলাকায়। বিভিন্ন জায়গায় বিদ্যুতের কাজ করে বেড়ায়। বুধবার দুপুর বেলায় এলাকায় একটি বাড়ির বিদ্যুৎ সংযোগ করতে খুঁটিতে ওঠে। পাশেই ছিল১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার। ওই তারে জড়িয়ে যায় যুবক, তার কিছুক্ষণ পরে পড়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে নিয়ে গেলে ,চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রশ্ন উঠছে ওই যুবক এভাবে প্রশিক্ষণ ছাড়াই খুঁটিতে উঠল কেন। একাধিক প্রস্তু চিহ্ন উঠে গেল। কলকাতায় যখন জমা জলে বিদ্যুতের তার জড়িয়ে যাচ্ছে একের পর এক মৃত্যু হচ্ছে। তারপর এইভাবে প্রশিক্ষণ ছাড়া এক যুবক কি করে বিদ্যুতের লাইনে উঠলো তাও আবার উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের খুঁটির পাশে। তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ।

আরও পড়ুন: ফের মধ্যপ্রদেশ! এবার চুরির অভিযোগে যুবককে ‘উলঙ্গ’ করে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো  

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অসচেতনতার বলি, উচ্চ ভোল্টের বিদ্যুৎ খুঁটি থেকে পড়ে মৃত্যু যুবকের

আপডেট : ১৩ জুলাই ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ উচ্চ ভোল্টের বিদ্যুৎ খুঁটি থেকে পড়ে মৃত্যু হল যুবকের।বসিরহাটের মাটিয়া থানার বিবিপুর বেগমপুর গ্রাম পঞ্চায়েতের নগর কচুয়া বাজারের ঘটনা। মৃত বছর ৩০এর কারিমুল্লা মন্ডল, বাড়ি ফরিদপুরে এলাকায়। বিভিন্ন জায়গায় বিদ্যুতের কাজ করে বেড়ায়। বুধবার দুপুর বেলায় এলাকায় একটি বাড়ির বিদ্যুৎ সংযোগ করতে খুঁটিতে ওঠে। পাশেই ছিল১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার। ওই তারে জড়িয়ে যায় যুবক, তার কিছুক্ষণ পরে পড়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে নিয়ে গেলে ,চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রশ্ন উঠছে ওই যুবক এভাবে প্রশিক্ষণ ছাড়াই খুঁটিতে উঠল কেন। একাধিক প্রস্তু চিহ্ন উঠে গেল। কলকাতায় যখন জমা জলে বিদ্যুতের তার জড়িয়ে যাচ্ছে একের পর এক মৃত্যু হচ্ছে। তারপর এইভাবে প্রশিক্ষণ ছাড়া এক যুবক কি করে বিদ্যুতের লাইনে উঠলো তাও আবার উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের খুঁটির পাশে। তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ।

আরও পড়ুন: ফের মধ্যপ্রদেশ! এবার চুরির অভিযোগে যুবককে ‘উলঙ্গ’ করে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো