পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় মুম্বই এবং পুনেতে। সেখানে ওই নাবালিকাকে ২৫ দিন ধরে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্ত অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৭ বছর বয়সী নাবালিকা তরুণীকে অপহরণ করে প্রথমে মুম্বই নিয়ে যায়। সেখানে কিছুদিন থাকার পর তাকে পুনেতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ২৫ দিন তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শনিবার পুলিশ জানিয়েছে, ১৪ নভেম্বর তরুণীকে অপহরণ করা হয়। পরিবারের সদস্যরা নাবালিকার খোঁজ না পাওয়া পুলিশের দারস্থ হয় এবং লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত নাম বাবুরাম (২১)। চিতবাড়গাঁও স্টেশন অফিসার (এসও) দীনেশ পাঠক জানান, নাবালিকাকে থানার আওতাধীন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তরুণী পুলিশকে জানিয়েছেন, যে বাবুরাম তাকে অপহরণ করে মহারাষ্ট্রের মুম্বাই এবং পুনেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে।
এবিষয়ে পুলিশ সুপার ওমভীর সিং জানিয়েছেন, অভিযুক্তকে শুক্রবার ধর্মপুর মোড়ের কাছে গ্রেফতার করা হয় এবং তাকে পুলিশি হেফাজতে পাঠানো হয়।































