০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে টেটের প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় বসা হল না ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থীর

পুবের কলম
  • আপডেট : ২৮ নভেম্বর ২০২১, রবিবার
  • / 53

পুবের কলম ওয়েবডেস্ক : রবিবার ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থীর উত্তরপ্রদেশ টেট পরীক্ষা বসার কথা ছিল। যোগী সরকার স্বীকৃত প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলে শিক্ষকতার জন্য এই পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক ছিল। সেই পরীক্ষার প্রশ্নপত্রই এ দিন পরীক্ষা শুরুর আগে ফাঁস হয়ে যায়। পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও পরীক্ষায় বসতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা। একাধিক কেন্দ্রের বাইরে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাতে থাকেন।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই প্রশ্ন ফাঁস হয়েছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যোগী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি টুইটে লিখেছেন, বিজেপি সরকারের নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে চলে এসেছে। পরীক্ষা বাতিল হওয়ার কারণে হওয়ার কারণে আজ লক্ষ লক্ষ যুবকের পরিশ্রম নষ্ট হয়ে গিয়েছে। এর আগে এমন ঘটনা ঘটলেও রাঘববোয়ালদের বাঁচিয়েছে সরকার

আরও পড়ুন: ট্রাক্টর-ট্রলির দুর্ঘটনায় উত্তরপ্রদেশে মৃত্যু ৮ পুণ্যার্থীর

উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষামন্ত্রী সতীশ দ্বিবেদী জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার খবর আসায় টেট পরীক্ষা বাতিল করা হয়েছে। একমাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। গোটা ঘটনার তদন্ত করবে উত্তরপ্রদেশ এসটিএফ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।মন্ত্রী আরও জানিয়েছেন, নতুন করে পরীক্ষা নেওয়া হলেও পরীক্ষার্থীদের কোনও টাকা দিতে হবে না। এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: একমাত্র আয়ের উৎস ট্যাক্সি বিক্রি করে অচেনা মেয়ের প্রাণ বাঁচিয়েছিলেন চালক, তারপর কি হল?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে টেটের প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় বসা হল না ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থীর

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : রবিবার ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থীর উত্তরপ্রদেশ টেট পরীক্ষা বসার কথা ছিল। যোগী সরকার স্বীকৃত প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলে শিক্ষকতার জন্য এই পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক ছিল। সেই পরীক্ষার প্রশ্নপত্রই এ দিন পরীক্ষা শুরুর আগে ফাঁস হয়ে যায়। পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও পরীক্ষায় বসতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা। একাধিক কেন্দ্রের বাইরে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাতে থাকেন।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই প্রশ্ন ফাঁস হয়েছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যোগী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি টুইটে লিখেছেন, বিজেপি সরকারের নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে চলে এসেছে। পরীক্ষা বাতিল হওয়ার কারণে হওয়ার কারণে আজ লক্ষ লক্ষ যুবকের পরিশ্রম নষ্ট হয়ে গিয়েছে। এর আগে এমন ঘটনা ঘটলেও রাঘববোয়ালদের বাঁচিয়েছে সরকার

আরও পড়ুন: ট্রাক্টর-ট্রলির দুর্ঘটনায় উত্তরপ্রদেশে মৃত্যু ৮ পুণ্যার্থীর

উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষামন্ত্রী সতীশ দ্বিবেদী জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার খবর আসায় টেট পরীক্ষা বাতিল করা হয়েছে। একমাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। গোটা ঘটনার তদন্ত করবে উত্তরপ্রদেশ এসটিএফ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।মন্ত্রী আরও জানিয়েছেন, নতুন করে পরীক্ষা নেওয়া হলেও পরীক্ষার্থীদের কোনও টাকা দিতে হবে না। এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: একমাত্র আয়ের উৎস ট্যাক্সি বিক্রি করে অচেনা মেয়ের প্রাণ বাঁচিয়েছিলেন চালক, তারপর কি হল?