২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিরাট -অনুষ্কার প্রতিবেশী হচ্ছেন নব দম্পতি ভি- ক্যাট

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, শনিবার
  • / 59

 

পুবের কলম ওয়েবডেস্কঃ সবেমাত্র সাত পাকে বাধা পড়েছেন ভিকি কৌশল – ক্যাটরিনা কাইফ। এবার ভি- ক্যাট প্রতিবেশী হতে চলেছেন বিরাট -অনুষ্কার।

আরও পড়ুন: ৪৫ নম্বর সেঞ্চুরিতে বিরাট ভাঙলেন শচীনের রেকর্ড

 

আরও পড়ুন: বিরাট  কৃতিত্ব:  বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-২০তে ছুঁলেন চার হাজার রানের মাইলস্টোন

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে সেই ছবি প্রকাশ্যে আসতেই সবাই মুগ্ধ হয়েছেন নতুন বউ ক্যাটরিনা এবং বর ভিকিকে দেখে।

আরও পড়ুন: মাত্র ২৭  সেকেন্ড! আতঙ্কিত বিরাট, তারপর কি হল দেখুন ভাইরাল ভিডিও

এরপরও আসে নানা মহলের শুভেচ্ছা। বলিউড থেকেও শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছেন নবদম্পতি। তার মধ্যে অবশ্য নজর কাড়লো অনুষ্কা শর্মার পোস্ট। তিনি শুধু নবদম্পতিকেই নয়, নতুন প্রতিবেশীকে স্বাগত জানালেন। এবার থেকে মুম্বাইয়ে একই আবাসনের পাশাপাশি ফ্ল্যাটে থাকবেন তারা!

 

রাজস্থানের বারওয়াড়া দুর্গে বিয়ের আচার-অনুষ্ঠান সেরে সরাসরি মুম্বাইয়ের জুহুর নতুন ফ্ল্যাটে উঠবেন ভি-ক্যাট। সূত্রে এমনই খবর। জুহুতে ‘রাজমহল’ নামে এক আবাসনে বড়সড় ফ্ল্যাট আগামী পাঁচ বছরের জন্য ভাড়া নিয়েছেন ভিকি।

শোনা যাচ্ছে, এক কোটি ৭৫ লাখ টাকা অগ্রিম দিয়ে এই ফ্ল্যাটটি বুক করেছেন ‘উরি’র নায়ক। এই রাজমহলের নতুন বাসিন্দা হতে চলেছেন ভিকি-ক্যাটরিনা। এর পাশেই দুটি বিশাল ফ্ল্যাটের বাসিন্দা ভারতীয় ক্রিকেটের সদ্য বিদায়ী অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরাট -অনুষ্কার প্রতিবেশী হচ্ছেন নব দম্পতি ভি- ক্যাট

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ সবেমাত্র সাত পাকে বাধা পড়েছেন ভিকি কৌশল – ক্যাটরিনা কাইফ। এবার ভি- ক্যাট প্রতিবেশী হতে চলেছেন বিরাট -অনুষ্কার।

আরও পড়ুন: ৪৫ নম্বর সেঞ্চুরিতে বিরাট ভাঙলেন শচীনের রেকর্ড

 

আরও পড়ুন: বিরাট  কৃতিত্ব:  বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-২০তে ছুঁলেন চার হাজার রানের মাইলস্টোন

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে সেই ছবি প্রকাশ্যে আসতেই সবাই মুগ্ধ হয়েছেন নতুন বউ ক্যাটরিনা এবং বর ভিকিকে দেখে।

আরও পড়ুন: মাত্র ২৭  সেকেন্ড! আতঙ্কিত বিরাট, তারপর কি হল দেখুন ভাইরাল ভিডিও

এরপরও আসে নানা মহলের শুভেচ্ছা। বলিউড থেকেও শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছেন নবদম্পতি। তার মধ্যে অবশ্য নজর কাড়লো অনুষ্কা শর্মার পোস্ট। তিনি শুধু নবদম্পতিকেই নয়, নতুন প্রতিবেশীকে স্বাগত জানালেন। এবার থেকে মুম্বাইয়ে একই আবাসনের পাশাপাশি ফ্ল্যাটে থাকবেন তারা!

 

রাজস্থানের বারওয়াড়া দুর্গে বিয়ের আচার-অনুষ্ঠান সেরে সরাসরি মুম্বাইয়ের জুহুর নতুন ফ্ল্যাটে উঠবেন ভি-ক্যাট। সূত্রে এমনই খবর। জুহুতে ‘রাজমহল’ নামে এক আবাসনে বড়সড় ফ্ল্যাট আগামী পাঁচ বছরের জন্য ভাড়া নিয়েছেন ভিকি।

শোনা যাচ্ছে, এক কোটি ৭৫ লাখ টাকা অগ্রিম দিয়ে এই ফ্ল্যাটটি বুক করেছেন ‘উরি’র নায়ক। এই রাজমহলের নতুন বাসিন্দা হতে চলেছেন ভিকি-ক্যাটরিনা। এর পাশেই দুটি বিশাল ফ্ল্যাটের বাসিন্দা ভারতীয় ক্রিকেটের সদ্য বিদায়ী অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।।