১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডাবল সেঞ্চুরি করতে চাইঃ বৈভব সূর্যবংশী

ইমামা খাতুন
  • আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার
  • / 140

লন্ডন, ৬ জুলাই: ডাবল সেঞ্চুরি করতে চাই, মন্তব্য বৈভব সূর্যবংশীর। এজবাস্টনে যখন সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল। তখন ইংল্যান্ডের মাটিতেই রানের ফুলঝুড়ি ছোটাচ্ছেন ১৪ বছরের ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশী। শনিবার ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে নেমে ৭৮ বলে ১৪৩ রানের দুরন্ত ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়েছে বৈভব। তার শতরান আসে ৫২ বলে। এই ম্যাচের পরে দেশের এই তরুণ তুর্কী বলছে, টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলকে দেখেই অনুপ্রেরণা পায়।

রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে বৈভব বলছে, ‘১৪৩ রান করার সময় জানতাম না, অনেকগুলি রেকর্ড ভেঙেছি। আমি শুভমান গিলের খেলা দেখেছি। ওর সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি। গিল তাঁর ইনিংসকে বড় রানে নিয়ে গিয়েছে। এগুলিই তো শেখার।’

আরও পড়ুন: ক্যাপ্টেন হিসেবে রোহিতের যোগ্য উত্তরসূরী শ্রেয়স: মনোজ

একইসঙ্গে বৈভবের সংযোজন, ‘শতরান করেছি বলে বাড়তি উচ্ছ্বাস দেখানোর কোনও জায়গা নেই। আমার রান দলের কাজে লেগেছে, সেটাই আসল ব্যাপার। এখন আমার লক্ষ্য, পুরো ৫০ ওভার ব্যাটিং করা আর ২০০ বা তার বেশি রান করা।’ উল্লেখ্য, ভারতে অনূর্ধ্ব-১৯ দল ইতিমধ্যেই ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে। সিরিজে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে।

আরও পড়ুন: বৈভব সূর্যবংশীর ব্যাটে রেকর্ড বৃষ্টি: মাত্র ১৪ বছর বয়সে যুব ওয়ানডেতে দ্রুততম শতরান ও সর্বকনিষ্ঠ শতরানের নজির

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডাবল সেঞ্চুরি করতে চাইঃ বৈভব সূর্যবংশী

আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার

লন্ডন, ৬ জুলাই: ডাবল সেঞ্চুরি করতে চাই, মন্তব্য বৈভব সূর্যবংশীর। এজবাস্টনে যখন সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল। তখন ইংল্যান্ডের মাটিতেই রানের ফুলঝুড়ি ছোটাচ্ছেন ১৪ বছরের ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশী। শনিবার ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে নেমে ৭৮ বলে ১৪৩ রানের দুরন্ত ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়েছে বৈভব। তার শতরান আসে ৫২ বলে। এই ম্যাচের পরে দেশের এই তরুণ তুর্কী বলছে, টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলকে দেখেই অনুপ্রেরণা পায়।

রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে বৈভব বলছে, ‘১৪৩ রান করার সময় জানতাম না, অনেকগুলি রেকর্ড ভেঙেছি। আমি শুভমান গিলের খেলা দেখেছি। ওর সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি। গিল তাঁর ইনিংসকে বড় রানে নিয়ে গিয়েছে। এগুলিই তো শেখার।’

আরও পড়ুন: ক্যাপ্টেন হিসেবে রোহিতের যোগ্য উত্তরসূরী শ্রেয়স: মনোজ

একইসঙ্গে বৈভবের সংযোজন, ‘শতরান করেছি বলে বাড়তি উচ্ছ্বাস দেখানোর কোনও জায়গা নেই। আমার রান দলের কাজে লেগেছে, সেটাই আসল ব্যাপার। এখন আমার লক্ষ্য, পুরো ৫০ ওভার ব্যাটিং করা আর ২০০ বা তার বেশি রান করা।’ উল্লেখ্য, ভারতে অনূর্ধ্ব-১৯ দল ইতিমধ্যেই ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে। সিরিজে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে।

আরও পড়ুন: বৈভব সূর্যবংশীর ব্যাটে রেকর্ড বৃষ্টি: মাত্র ১৪ বছর বয়সে যুব ওয়ানডেতে দ্রুততম শতরান ও সর্বকনিষ্ঠ শতরানের নজির