ডাবল সেঞ্চুরি করতে চাইঃ বৈভব সূর্যবংশী

- আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার
- / 140
লন্ডন, ৬ জুলাই: ডাবল সেঞ্চুরি করতে চাই, মন্তব্য বৈভব সূর্যবংশীর। এজবাস্টনে যখন সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল। তখন ইংল্যান্ডের মাটিতেই রানের ফুলঝুড়ি ছোটাচ্ছেন ১৪ বছরের ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশী। শনিবার ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে নেমে ৭৮ বলে ১৪৩ রানের দুরন্ত ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়েছে বৈভব। তার শতরান আসে ৫২ বলে। এই ম্যাচের পরে দেশের এই তরুণ তুর্কী বলছে, টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলকে দেখেই অনুপ্রেরণা পায়।
রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে বৈভব বলছে, ‘১৪৩ রান করার সময় জানতাম না, অনেকগুলি রেকর্ড ভেঙেছি। আমি শুভমান গিলের খেলা দেখেছি। ওর সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি। গিল তাঁর ইনিংসকে বড় রানে নিয়ে গিয়েছে। এগুলিই তো শেখার।’
একইসঙ্গে বৈভবের সংযোজন, ‘শতরান করেছি বলে বাড়তি উচ্ছ্বাস দেখানোর কোনও জায়গা নেই। আমার রান দলের কাজে লেগেছে, সেটাই আসল ব্যাপার। এখন আমার লক্ষ্য, পুরো ৫০ ওভার ব্যাটিং করা আর ২০০ বা তার বেশি রান করা।’ উল্লেখ্য, ভারতে অনূর্ধ্ব-১৯ দল ইতিমধ্যেই ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে। সিরিজে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে।