গোঘাটের বিভিন্ন এলাকা প্লাবিত, বন্যার আশঙ্কা খানাকুলেও

- আপডেট : ১১ জুলাই ২০২৫, শুক্রবার
- / 213
নসিবুদ্দিন সরকার, হুগলি: গাঙ্গেয় উপত্যকায় নিম্নচাপের কারণে একটানা বর্ষণের জেরে গোঘাটের বিভিন্ন এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তার উপর দিয়েও বইছে জল। সেইসঙ্গে খানাকুল এলাকাতেও বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানা গেছে। বৃষ্টির জেরে বাঁকুড়া থেকে অতিরিক্ত জল গোঘাটের দিকে নেমে আসার কারনে গোঘাট ব্লকের সাওড়া, নকুন্ডা ও বালি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
মালমহল,প্যাঁচড়া, সাওড়া প্রভৃতি গ্রামের ঘরবাড়ি, রাস্তা, মাঠঘাট ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। মানুষের স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়তে শুরু করেছে। কৃষিকাজ ব্যাপকভাবে ব্যহত হচ্ছে। ক্ষেতের ফসল জলের তলায়। সবজির অস্তিত্ব বিলীন হয়ে গেছে বলা চলে। অনেকেরই আমনের বীজতলা ডুবে যাওয়ায় চলতি মরশুমে আমন ধান চাষ নিয়ে চিন্তায় রয়েছেন।
বাঁকুড়া জেলার জয়পুর, কোতুলপুর প্রভৃতি এলাকার জল নেমে আসায় দ্বারকেশ্বর নদীর জল দ্রুত বৃদ্ধি পেয়ে গোঘাটের উপর দিয়ে ঘাটালের দিকে প্রবাহিত হচ্ছে। ঘটনায় গোঘাটের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পড়ছে।
পাশাপাশি ডিভিসি জল ছাড়ায় মুন্ডেশ্বরী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই জল রূপনারায়ণ নদীতে প্রবেশ করছে। ফলে নদী পাড় লাগোয়া এলাকাগুলি জল ঢোকার আশঙ্কায় রয়েছে। মুণ্ডেশ্বরী নদীর শাখা, খাল-বিলগুলির জল উপচে পড়ছে। খানাকুলেও বন্যার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়দের দাবি। এহেন পরিস্থিতিতে গত বছরের ভয়ঙ্কর বন্যার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। যদিও প্রশাসন সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখছে। বন্যা মোকাবিলার যাবতীয় প্রস্তুতি আগাম সেরে রেখেছে জেলা, ব্লক ও রাজ্য প্রশাসন।